আব্দুল্লাহ আল হাসিব, মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ
কোভিড-১৯ মোকাবেলায় অতি সুনামের সহিত কাজ করে চলেছেন মণিরামপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার। সামাজিক দূরত্ব নিশ্চিত সহ লোকজনকে সচেতন করতে কাজ করে চলছে নির্বাহী ম্যাজিস্ট্রেেট।
বিকাল ৪টার পর দোকান পাট বন্ধ করতে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার। তারই ধারাবাহীকতায় আজ ১৪মে আনুমানিক রাত ৮টায় মণিরামপুর উপজেলার জালঝাড়া বাজারে আনসার সদস্যদের নিয়ে অভিযানে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
দোকান বন্ধ করতে নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তার নির্দেশনা অমান্য করে কিছু দোকানদার দোকান বন্ধ করতে অস্বীকৃতি জানান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট গাড়িতে ওঠার পর পিছনে থাকা উপজেলা আনসার সদস্য বিল্লাল (২৬) ও সাগর (৩০) দুইজন আনসার সদস্যকে বেধড়ক মারপিট শুরু করে।
আনসার সাগর গাড়িতে উঠতে পারলেও বিল্লাল ঘটনাস্থলে থেকে যান। বিল্লালকে এলকার লোকজন মারপিট করে জখম করেন পালিয়ে যায়। পরে খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মিরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার পরপরই আনসার সদস্যদের দেখতে হাসপাতালে ছুটে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার। ঘটনার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, “যে বা যারা সন্ত্রাসী হামলার সাথে জড়িত তাদের আইনের আওতায় আনার প্রস্তুতি চলছে।” খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে আশ্বাস দেন তিনি।
আহত আনসার সদস্যারা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক নাই বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকেরা।
নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬।
📱 হটলাইন : ০১৭১৩৯২৬২৭৭, ০১৭১০১৪২০১৭।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর কতৃপক্ষ।
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর নিউজ. কম ©২০১৮ ||
Leave a Reply