অধ্যাপক ডা. নাসিমা সুলতানা
নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে নতুন করে ৯৩০ জনের দেহে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হলেন ২০ হাজার ৯৯৫ জন।
মৃত্যুবরণ করেছেন নতুন করে ১৬ জন। মৃতরা সবাই পুরুষ। এ নিয়ে মোট প্রাণহানি হলো ৩১৪ জনের।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৫ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ হাজার১১৭ জন
শনিবার (১৬ মে) দুপুরে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রান্ত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
মোট ৩৩টি ল্যাবে গত ২৪ ঘন্টায় মোট ৬ হাজার ৫০১ টি নমুনা সংগ্রহ হয়েছে। নতুন পুরাতন মিলিয়ে ৬ হাজার ৭৮২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) শনাক্ত হয় ১,২০২ ও মারা যায় ১৫ জন।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দিনে ১০ হাজার নমুনা পরীক্ষার টার্গেট করা হলেও তা এখনও বাস্তবায়ন করা যায়নি।
কর্মকর্তারা বলেছেন, নমুনা সংগ্রহ থেকে শুরু করে লোকবলের সমস্যার কারণে পরীক্ষার সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে বিলম্ব হচ্ছে।
বিশেষজ্ঞদের অনেকে বলেছেন, বাংলাদেশে এই পরীক্ষা শুরুর পর দুই মাসেও এর সংখ্যা বাড়াতে না পারলে সংক্রমণের সঠিক পরিস্থিতি বোঝা যাবে না।
দেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্তের কথা জানানো হয় ৮ মার্চ। তবে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর কথা ঘোষণা করা হয় ১৮ মার্চ।
বিশ্বে একদিনে ৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৯৯ হাজার ৪০০।এরমধ্যে যুক্তরাষ্ট্রেই ২৫ হাজারেরও বেশি মানুষের শরীরে মিলেছে করোনাভাইরাস। একদিনে দেশটিতে মৃতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। মোট প্রাণহানি হয়েছে ৮৮ হাজারের বেশি।
করোনার প্রতিষেধক আবিষ্কার না হলেও যুক্তরাষ্ট্রে লকডাউন তুলে নেয়া হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বছরের শেষ নাগাদ করোনার টিকা আবিষ্কারের বিষয়ে ও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
১ জুন নাগাদ যুক্তরাষ্ট্রে করোনায় মোট ১ লাখ মানুষের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-সিডিসি।
করোনা সংক্রমণের সংখ্যার দিক থেকে চীনকে ছাড়িয়ে গেছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮৫ হাজারের বেশি। করোনায় নতুন করে যুক্তরাজ্যে ৩৮৪, ইতালিতে ২৪২, স্পেনে ১৩৮, ফ্রান্সে ১০৪ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবারও রাশিয়ায় ১০ হাজারেরও বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। দেশটিতে মৃতের সংখ্যা প্রায় আড়াই হাজার।
সম্পাদক ও প্রকাশক : সামিউল্লাহ সামি। নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
প্রধান কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬। বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : আরএকে টাওয়ার (৯ম তলা), প্লট নং ১/এ, নিশাত নগর, তুরাগ, উত্তরা, ঢাকা-১২৩০।
📲 মোবাইল : ০১৭১৩৯২৬২৭৭,০১৭১০১৪২০১৭।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর 🗞
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর. কম ©২০১৮ -২০২১||
Leave a Reply