কাজী জাহাঙ্গীর আলম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :
মুরাদনগর উপজেলায় প্রথম করোনা রোগী মোঃ লিটন মিয়া( ৪০) মারা গেছেন।
শনিবার দুপুরের নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের কাঠালিয়া কান্দা গ্রামের মো ছিদ্দিকুর রহমানের ছেলে।
গত ২৪ এপ্রিল মুরাদনগর উপজেলায় প্রথম দুজনের শরীরে করোনা পাওয়া যায়। মো লিটন মিয়া তাদের একজন।
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুল আলম বলেন, করোনা শনাক্তের পর থেকে জ্বর, সর্দি, কাশি এবং বুকব্যথা নিয়ে নিজ বাড়িতে আইসোলেশনে তাকে রাখা হয়। পরে ল্যাবে পাঠানো দ্বিতীয়বার নমুনা পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ আসে। তৃতীয় বার পাঠানো রিপোর্টের ফলাফল এখনো আমাদের হাতে এসে পৌছায়নি তাই বলা মুশকিল তিনি করোনায় মারা গেছেন কিনা।
মুরাদনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাস জানান, মুরাদনগর উপজেলায় প্রথম তিনি করোনায় আক্রান্ত হলেও দ্বিতীয়বার পাঠানো নমুনায় তার রিপোর্ট নেগেটিভ আসে। তার দাফনের জন্য বাড়তি সতর্কতা হিসেবে স্বেচ্ছাসেবী ও ইসলামিক ফাউন্ডেশনের টিমকে বলা হয়েছে।
শনিবার আছর নামাজের পর উপজেলা চেয়ারম্যান ড,আহসানুল আলম সরকার কিশোরের নেতৃত্বে একদল সেচ্ছাসেবক গোছল, কাফন, জানাজা,ও দাফন সমাপ্ত করেন, ,ইসলামীক ফাউন্ডেশনের সদস্য মাওঃ ইব্রাহিম খলিলের ইমামতিতে জানাজা পড়ানো হয়।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬।
📱 হটলাইন : ০১৭১৩৯২৬২৭৭, ০১৭১০১৪২০১৭।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর কতৃপক্ষ।
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর নিউজ. কম ©২০১৮ ||
Leave a Reply