ইনস্টগ্রাম আড্ডায় তামিমের সঙ্গে কোহলি।ছবি-ইন্টারনেট
নিজস্ব প্রতিবেদক : ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ার তার ১২ বছরের। এর মধ্যে ৭ বছরই করেছেন ক্যাপ্টেনসি। ৯ বছরের টেস্ট ক্যারিয়ারে ক্যাপ্টেনসির বয়স সেখানে ৬ বছর।আর ১০ বছরের টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে ক্যাপ্টেনসির বয়স কোহলির ৩ বছর।
এই সময়েই ভারতের ক্রিকেটকে নিয়ে গেছেন বিরাট কোহলি অন্য উচ্চতায়। তার ক্যাপ্টেনসিতে ৫৫ টেস্টে ভারতের জয় ৩৩টি, সাফল্যাঙ্ক ৬০.০০%। ৮৯ ওয়ানডে ম্যাচে ৬২ জয়ে সাফল্যাঙ্ক ৭১.৮৩%। আর ৩৭টি টি-২০তে ২২ জয়ে সাফল্যাঙ্ক ৬৫.৭১ ! অধিনায়ক ক্যারিয়ারে সাফল্য যার এতোটা, তিনি কেন চেজ করতে ভয় পাবেন ?
সেই ছোটবেলা থেকেই নাকি চেজিংয়ের মানসিকতা ধারন করেছেন তিনি। তামিমকে সে গল্পই শুনিয়েছেন-‘যখন আমি ছোট ছিলাম,তখন ভারত যখন জিততে পারতো না, তখন আমার দৃঢ় বিশ্বাস ছিল, সেই ম্যাচগুলি জিততে সক্ষম হব। আমি এই ধরণের অনুভূতি নিয়ে বিছানায় যেতাম। সুতরাং, যখন আমি এই জাতীয় পরিস্থিতিতে আছি, তখন সেই আনন্দটি বেরিয়ে আসে।’
তামিম ইকবালের সঙ্গে ইনস্টগ্রাম লাইভ আড্ডায় ভারত অধিনায়ক বিরাট কোহলি ভয়-ডরহীন ক্যাপ্টেনসির কথাই জানিয়েছেন-‘ চেজিং করাটা খুব পরিষ্কার। যখন তুমি জানবে কতো রান করতে হবে, তখন তোমার করনীয় কি,তা তোমাকেই করতে হবে। যখন ৩৭০-৩৮০ টার্গেট,তখনও আমি মনে করি ,এটা করা সম্ভব।’
২০১২ সালে শ্রীলংকার বিপক্ষে কমনওয়েলথ ব্যাংক সিরিজের একটি ম্যাচকে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করেছেন কোহলি। যে ম্যাচে শ্রীলংকার ৩২০/৪ তাড়া করে ৮০ বল হাতে রেখে ভারত জিতেছে ৭ উইকেট। ওই সময়ে দলের অধিনায়ক না হয়েও কোহলি দিয়েছেন ব্যাটিংয়ে নেতৃত্ব- আমার মনে আছে, ২০১২ সালে শ্রীলংকার বিপক্ষে হোবার্টের ম্যাচের কথা।কোয়ালিফাই করতে হলে ৪০ ওভারের মধ্যে আমাদেরকে ৩৩০ রানের মতো চেজ ( হবে ৩২১) করতে হবে। বিরতির সময় আমি রায়না অথবা কোন একজনের সঙ্গে কথা বলেছি। আমি বলেছি, প্রথম ২০ ওভারে কতো হবে দেখি। যদি শেষ ২০ ওভারে ৮ উইকেটে হাতে থাকে,১২ রান করে নেয়ার দরকার হয়, নিব।’
সম্পাদক ও প্রকাশক : সামিউল্লাহ সামি। নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
প্রধান কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬। বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : আরএকে টাওয়ার (৯ম তলা), প্লট নং ১/এ, নিশাত নগর, তুরাগ, উত্তরা, ঢাকা-১২৩০।
📲 মোবাইল : ০১৭১৩৯২৬২৭৭,০১৭১০১৪২০১৭।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর 🗞
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর. কম ©২০১৮ -২০২১||
Leave a Reply