মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে কমলগঞ্জ সোনালী ব্যাংক শাখায় একজন অফিস সহকারী ও একজন আনসার সদস্যের করোনাভাইরাস পজিটিভ কয়েক দিন পূর্বে সম্প্রতি শনাক্ত হয়।বর্তমানে আক্রান্তরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। করোনা শনাক্ত হওয়ার জন্য ব্যাংক কিছু দিন লকডাউন রাখা হয়।
ব্যাংকটি উপজেলার সরকারী-বেসরকারী ও বিভিন্ন ধরনের ভাতা প্রদানে সম্পৃক্ত থাকায় পুনরায় আবারও লেনদেন শুরু করা হয়। তবে এসব লেনদেনে ব্যাংক কর্মকর্তারা কোন ধরনের সামাজিক দুরত্ব ও সর্তকতা ছাড়াই করছেন।
সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখায় সরেজমিন গিয়ে দেখা যায় বয়স্ক ভাতা নিতে আসা বয়স্ক মানুষের উপচেপড়া ভিড়। ব্যাংকের ভিতর থেকে বাহির পর্যন্ত প্রায় ১৫০/২০০ ফুট লম্বা সারি। নেই কোন সামাজিক দুরত্ব, আবার দেখা গেছে অনেকের মুখে নেই কোন মাস্ক। জনসমাগম দেখে ব্যাংকের আশেপাশে থাকা ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে আছেন। বিষয়টি নিয়ে সচেতন মহলও উদ্বেগ প্রকাশ করেছে।
এভাবে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে ভাতা প্রদান করায় করোনা ভাইরাসের প্রভাব বিস্তার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্হানীয়রা।
বিষয়টি নিয়ে সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখার ব্যবস্থাপক আব্দুল কাইয়ুম মাসুম জানান, সামনে ঈদ এবং আজ বুধবার (২০মে)ব্যাংকের শেষ কর্মদিবস তাই মানুষের ভিড়।
আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সামাজিক দুরত্ব বজায় রাখার চেষ্টা করেছি। তারপরও ভাতাভোগিরা ভিড় করছে। আমরা জীবনের ঝুঁকি নিয়ে জনগনের সেবা করে যাচ্ছি বলে ব্যক্ত করেন।
নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬।
📱 হটলাইন : ০১৭১৩৯২৬২৭৭, ০১৭১০১৪২০১৭।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর কতৃপক্ষ।
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর নিউজ. কম ©২০১৮ ||
Leave a Reply