তারিকুল ইসলাম চৌধুরী,দিনাজপুর প্রতিনিধি :
আম্ফানের প্রভাব দিনাজপুরেও পড়েছে। গত বুধবার দিবাগত সারা রাত ও বৃহস্পতিবার দিনে আম্ফানের প্রভাবে ঘূর্নিঝড়ে আমচাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে।
কোন কোন এলাকায় কখন কখনও দমকা হাওয়ায় রুপ নিয়ে বাতাসের গতিবেগকে বাড়িয়ে দিচ্ছে। এর মধ্যে থেমে থেমে প্রচন্ড ঝড়ের সাথে বৃষ্টিপাত হচ্ছে। দিনাজপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে রাতে যে ঝড় হাওয়ার সাথে বৃষ্টিপাত হয়েছে তা ঘুর্নিঝড় আম্ফানেরই প্রভাব।
এই ঘুর্নিঝড়ের প্রভাবে বাগানে বাগানে প্রচুর আম ঝরে পড়ায় ভোর হতে প্রতিটি বাগানে সাধারণ মানুষের আম কুড়ানোর ধুম পড়েছে। খানসামা উপজেলার আমচাষী মজিবর হক, সুলতান সহ অনেক আমচাষী জানান যে, আজ থেকে প্রায় ১৫দিন পূর্বে কালবৈশাখীর তান্ডবে আমাদের এলাকায় আমের ব্যাপক ক্ষতি হয়েছিল।
সে ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই ঘুর্নিঝড় আম্ফান আবরো এ এলাকায় আঘাত হানল। আম্ফানের এই আঘাতে প্রতিটি বাগানে প্রায় ৩০শতাংশ আম মাটিতে ঝড়ে পড়েছে। এবারের ঝড়ে গাছ হতে সরেস বড় সাইজের আমগুলিই ঝরে গেছে। বর্তমানে বাগানে এখন শতভাগের মাত্র ৪০ভাগের মত আম রয়েছে। আম পরিপক্ক হওয়া পর্যন্ত আবহাওয়া আমচাষীদের অনুকুলে থাকলে এই ৪০ভাগ আমই চাষীদের ভাগ্য ফেরাতে পারে বলে আমচাষীদের বিশ্বাস।
তবে বৈশ্বিক করোনার করণে যদি আমের বাজার মন্দা হয় তা হলে আমচাষীরা আবার ক্ষতির সম্মুখীন হবে বলে তারা শঙ্কিত। আম্ফানের জেরে বৃহস্পতিবার সারা দিন সুর্যের আলোর কোন দেখা মেলেনি সারা দিন থেমে থেমে কখনও অঝর ধারায় আবার কখনও গুড়ি গুড়ি বৃষ্টিপাত অব্যহত রয়েছে। আম্ফানের প্রভাবে এবারে দিনাজপুরে মাত্র ৩ ভাগ আমের ক্ষতি হয়েছে বলে জেলা কৃষি অফিস জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : সামিউল্লাহ সামি। নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
প্রধান কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬। বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : আরএকে টাওয়ার (৯ম তলা), প্লট নং ১/এ, নিশাত নগর, তুরাগ, উত্তরা, ঢাকা-১২৩০।
📲 মোবাইল : ০১৭১৩৯২৬২৭৭,০১৭১০১৪২০১৭।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর 🗞
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর. কম ©২০১৮ -২০২১||
Leave a Reply