রেজা মাহমুদ,নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে নিজের বাড়িতে থাকা ভাড়াটিয়াদের বাড়িভাড়া মওকুফ ও সাংসদ হিসেবে প্রাপ্ত বেতনের সমস্ত টাকা অসহায়দের সহায়তায় দান করলেন রাবেয়া আলিম।
জানা যায়, বিশ্ব মহামারি নভেল করোনা ভাইরাসের (কোভিড -১৯) প্রভাবে অসহায়ত্বের শিকার মানুষের সহয়তায় সাবেক সাংসদ মরহুম আলিম উদ্দীনের সহধর্মীনি বর্তমান নারী আসনের সাংসাদ তার বাড়িতে থাকা ভাড়াটিয়াদের মাসিক ভাড়া মওকুফ করেছেন। এছাড়া সাংসদ হিসবে প্রাপ্ত দুই মাসের বেতন ৩ লাখ ৪০ হাজার টাকা অসহায় ও দরিদ্র মানুষদের সহায়তায় দান করেছেন।
বেতনের ওই টাকা দিয়ে তিনি তার এলাকার দরিদ্র মানুষকে নগদ অর্থসহ ঈদ উপহার খাদ্যসামগ্রী তুলে দেন। ওই খাদ্য সামগ্রীর মধ্যে আছে চাল, চিনি, তেল, লবন, সেমাইসহ অন্যান্যা প্রয়োজনীয় খাদ্যদ্রব্য।
এ ব্যাপারে সাংসদ রাবেয়া আলিম বলেন, এই মাননীয় প্রধানন্ত্রীর আহবানে দুর্যোগকালীন সময় যারা স্বচ্ছল তাদের প্রতেকেরই উচিত সহায়তার হাত বাড়িয়ে দেওয়া। সকলেরই মনে রাখা উচিত মানুষ মানুষেরই জন্য। নিজের ভাল থাকার জন্য নয় বরং অন্যের ভাল থাকার মধ্যেই রয়েছে প্রকৃত সুখ।
নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬।
📱 হটলাইন : ০১৭১৩৯২৬২৭৭, ০১৭১০১৪২০১৭।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর কতৃপক্ষ।
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর নিউজ. কম ©২০১৮ ||
Leave a Reply