আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৫২ লাখে পৌঁছেছে। আজ শুক্রবার (২২ মে) সকাল ৯ টা পর্যন্ত ওয়ার্ল্ডমিটারের তথ্য অনুসারে, বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১ লাখ ৭ হাজার ৮৫ জন। যা ভাইরাসটি বিস্তারের পর থেকে রেকর্ড।
ফলে বিশ্বে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ৯৪ হাজার ২১০ জন। প্রাণঘাতী এই ভাইরাস গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯৩৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে। ফলে বিশ্বে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩৪ হাজার ৬২১ জন। এছাড়া এখন পর্যন্ত এই প্রাণঘাতী ভাইরাসকে জয় করে ফিরে এসেছে ২০ লাখ ৮০ হাজার ৯৬৬ জন।
এদিকে একদিনেই যুক্তরাষ্ট্রে প্রাণ হারালেন ১ হাজার ৪১৮ জন। আরও ২৮ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। করোনার বর্তমান হটস্পট ব্রাজিলে ২৪ ঘণ্টায় সাড়ে ১১০০ মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
সবমিলিয়ে দেশটিতে ২০ হাজার ছাড়ালো প্রাণহানি; আক্রান্ত ৩ লাখ ১০ হাজারের ওপরে। রাশিয়াতে মৃত্যুহার কম হলেও সংক্রমণের দিক থেকে বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি।
দেশটিতে ৩ লাখ ১৮ হাজারের মতো মানুষ করোনায় আক্রান্ত। ইউরোপের দেশগুলোয় লক্ষ্যণীয়ভাবে নেমে এসেছে মৃত্যু আর আক্রান্তের সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ, সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি না মানায় দরিদ্র দেশগুলোয় এখন ছড়াচ্ছে করোনাভাইরাস।
নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬।
📱 হটলাইন : ০১৭১৩৯২৬২৭৭, ০১৭১০১৪২০১৭।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর কতৃপক্ষ।
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর নিউজ. কম ©২০১৮ ||
Leave a Reply