গাইবান্ধা থেকে আবু নাসের সিদ্দিক তুহিন :
দিনাজপুর বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত উপপরিচালক ও ক্রিকেটের চীফ কোচ মো. আখিনুর জামান রুশোর উদ্যোগে গাইবান্ধায় ২০০ খেলোয়াড়কে ঈদের উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকেলে জেলা শহরের সার্কুলার রোডের মধ্যপাড়ায় অসচ্ছল ও কোভিড উনিশ করোনা ভাইরাসের কারণে কর্মহীন সাবেক ও বর্তমান খেলোয়াড়দের মধ্য এই উপহার সামগ্রী দেওয়া হয়।
দ্যা সাকিব আল হাসান ফাউন্ডেশনের অর্থায়নে ও গাইবান্ধার ক্রিকেট প্রশিক্ষণ প্রতিষ্ঠান ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির সহযোগিতায় এই উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
উপহারসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সয়াবিন তেল, লবণ, ছোলা, চিনি, সেমাই, পেঁয়াজ, বুটের ডাল, আটা ও গুড়া দুধ। এসব উপহারসামগ্রী বিতরণ করেন গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির (টিএইচসিএ) উপদেষ্টা প্রমতোষ সাহা, সভাপতি মমতাজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আসাদুল হাবিব সুজন, সাংগঠনিক সম্পাদক প্রতিক সাহা দ্বীপ, প্রচার সম্পাদক আহসান হাবীব প্লাবন ও কোষাধ্যক্ষ ওয়াহিদ মুরাদ লিমন।
এসময় উপস্থিত ছিলেন টিএইচসিএ’র উপদেষ্টা অভিজিৎ রায় পার্থ, বাপ্পা সাহা, আবেদ মাসুম, সহ-সভাপতি পলিন খান ও শহিদুল ইসলাম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সরফরাজ খান টিটু ও সদস্য মাহামুদুল হাসান মিঠু প্রমুখ।
উপহারসাগ্রী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাবেক ও বর্তমান অর্থসংকটে ভোগা এসব খেলোয়াড়রা।
তারা বলেন, প্রায় দুই মাস ধরে করোনার এই সংকট কালীন সময়ে খেয়ে না খেয়ে অর্থ সংকটে ভুগছিলাম। অনেকের কাছে ঋণ চেয়েও পাইনি। বিপদের এই সময়ে দ্যা সাকিব আল হাসান ফাউন্ডেশনের উদ্যোগে সহায়তা পেয়ে খুবই উপকার হলো।
গাইবান্ধার ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির সাংগঠনিক সম্পাদক প্রতিক সাহা দ্বীপ বলেন, দীর্ঘদিন যাবত বিকেএসপির কোচ হিসেবে সততা এবং সম্মানের সাথে দায়িত্ব পালন করে আসছেন গাইবান্ধার সন্তান মো. আখিনুরজামান রুশো। তার দায়িত্ব পালনকালীন সময়ে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসানসহ মুশফিকুর রহিম, নাসির উদ্দিন, নাইম ইসলাম, সৌম্য সরকার,এনামুল হক বিজয়, লিটন দাস, মমিনুল ইসলাম, শামসুর রহমান শুভ, আরিফুল ইসলাম ও আফিফ হোসেনসহ অসংখ্য আন্তর্জাতিক মানের ক্রিকেটার তৈরি হয়েছেন। সাকিব আল হাসান ছাত্র হওয়ার কারণে মো. আখিনুর জামান রুশো তাকে করোনার এই দুর্যোগকালীন ও ঈদের সময়ে অসচ্ছল ও কর্মহীন খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর আহবান জানান। তার এই আহবানে সাড়া দিয়ে সাকিব আল হাসান তার নিজ ফাউন্ডেশনের উদ্যোগে এই সহযোগিতার হাত বাড়িয়েছেন।
নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬।
📱 হটলাইন : ০১৭১৩৯২৬২৭৭, ০১৭১০১৪২০১৭।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর কতৃপক্ষ।
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর নিউজ. কম ©২০১৮ ||
Leave a Reply