প্রিয়- দেশবাসী/সুধী মণ্ডলী আমার ছালাম ও প্রীতি শুভেচ্ছা নিবেন, হে- জাতি সকল সৃষ্টির উর্ধ্বে আমরা মানুষ ও মানব সমাজ জানিবেন।
বিশ্বের সকল মুসলিম জনতা ও বাঙ্গালী জাতিকে জানাই- “ঈদ-মোবারক” ঈদের শুভেচ্ছা ঈদের খুশী প্রতিটি মানুষের অন্তরঙ্গ হয়ে প্রতিটি ঘরে ঘরে ঈদের আনন্দ ও সওগাত পৌঁছে যাক এবং সবসময় ঈদ বয়ে আনুক শান্তি ও শৃংখলা আমাদের মানবিক প্রত্যয়
পরসমাচার ভালো থাকার শুভকামনায় আমি আপনাদের নিবেদনে বলছি কিছু কথা- বর্তমানে বিশ্বের পরিস্থিতিতে করোনা নামক ভাইরাস মহামারি প্রকোপ ধারন করেছে এখন অবস্থার পরিপেক্ষিতে আমাদের প্রত্যেকের উচিৎ স্বেচ্ছায় সচেতনতা ও সতর্কতা মুলক সঙ্গ নিরোধ বা কোয়ারাইন্টাইনে থেকে যথা সম্ভব পরিস্কার পরিচ্ছন্নতা হয়ে মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহার করা এবং বারবার হাত ধোয়া এবং গণমুখী পরিবেশ পরিহার করে খোদার কাছে তওবা এস্তেগফার ও নামাজ কালামে লিপ্ত থাকা এবং সরকারি বিধি বিধান রক্ষা করা একান্ত দায়িত্ব কর্তব্য।
কেননা এই মহামারি বালা মসিবত আমাদের কর্মের ফল আমরা অনেকেই আল্লাহর হুকুমের অমান্য করি কেউকেউ বিরোধীতাও করি আল্লাহ মহান সকল ক্ষমতার অধিকারী তিনিই সব পারেন আমাদের ছাড়া আমরা কিছুই পারিনা খোদার হুকুম বা উছিলা ছাড়া রাখবে আল্লাহ মারবে কে? এবং মারবে আল্লাহ রাখবে কে? কোনো মানুষের পক্ষে এরকম সামান্য থেকে সামান্য অনেক বড়ো কিছুরই মোকাবেলা করা মানুষের পক্ষে সম্ভব নয় আল্লাহর দয়া ছাড়া হ্যাঁ তবে সতর্ক ও সচেতন হওয়া যায়।
আমাদের মধ্যে কিছু কিছু অসমপ্রদায় কু-আচরণ দৃষ্টিভঙ্গির দিচ্ছি সমন।
পঞ্চ ইন্দ্রীয় শক্তি গুনে অপরূপ সৃষ্টি মানুষ,
মানুষ মানুষে মানবতা আছে ভব্যতা ও সভ্যতা আর হুশ।
প্রথমত আমরা মানুষ হিসেবে দৈত্য দানব থেকে আলাদা,
দ্বিতীয়ত হলো পশু পাখী হইতে সম্পূর্ণ ভিন্ন ও স্বাধীন সুবিধা।
আমাদের হিতাহিত জ্ঞানের পরিক্রমা অনুযায়ী ধর্মে কর্মে জাতি জ্ঞ্যাতি,
আমাদের আছে সংসার সমাজ আয় ব্যয় ভালো মন্দ প্রভৃতি।
আমাদের আছে পোশাক আশাক ঘর বাড়ি ব্যক্তি ও পরিবার,
আরো আছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দল বল ভাষা ও ব্যবহার।
আমাদের আছে নিয়মকানুন বিধি বিধান ও আচার বিচার,
আমরা কেন করব? অসভ্যতা বরবরতা অপহরণ গুম খুন দুর্নীতি ও ধর্ষণ সহিংসতা প্রভৃতি,
ভাবতে হবে আমরা তো সেরা মানুষ আমাদের আছে আত্মীয়তা আছে মানবতা চাই তার প্রাপ্তি।
স্মৃতিরপলকে রঙিনজীবণে
আমার প্রাণ বায়ুটা যখন উড়ে যাবে,
যখন তখন আমার বিদাইয়ের ঘন্টা বেজে যাবে।
সবাই হয়তবা আমাকে দেখে মাটি এটে বিদায় নিবে,
দেহ আমার পচে যাবে হাড় হাড্ডি রক্ত মাংস মিশে যাবে।
হয়তবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব লেনাদেনা চুকে নিবে,
হয়তো বা আমার পণ গুলো রয়ে যাবে।
কিছু কর্ম কিছু স্মৃতি যদিও উহা পরে চোখে,
হয়তো ভালো নয়তো মন্দ বলাবলি করবে লোকে।
আমার পথচলাটা হয়তবা জীবন বাচাতে একটি ছক আকবে,
তাই আমি সবারি কাছে চাই যে দোয়া যার আদর্শ আমার কবিতায় লিখবে।
আমার ছড়া কবিতা আদর্শগত বাণী কারো অনুসরণে,
হতেও পারে আমার জীবন বাচানোর সমীক্ষায় মহাকালে নাযাতের বরণে।
কতশত ভালমন্দ স্মৃতির পলকে নকশা উল্কিত,
চাচলনে রঙিন জীবনে ভাটা জোয়ারের খেলায় উৎকন্ঠিত।
কঠিন সময়ে গণমাধ্যমকর্মীদের প্রতি সুনজর নেই কেন!
জীবন চলে যাওয়ার বেলা দোলাদিবে ধর্মকর্ম আচার আচরণ সবই যেন হবে উম্মুক্ত,
আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জাতি জ্ঞাতি সকলেই হবে সম্পর্কে বিভক্ত।
মনে রাখতে হবে একথা আমার একার জন্যে নয়,
যাতে করে সকলের কল্যাণকামী মানবতার জন্যেই অববয়।
স্বাধীনতার অপব্যবহার নশ্বর জীবনের শেষ হবে আয়ুষ্কাল,
হিসাব নিকাশ হবে তোমার জবাবদিহিতায় বিবেক বিবেচনায় একাল সেকাল।
ধর্মেকর্মে সচেতনতা হতে জাতির জন্যে খোলা চিঠিতে আহ্বানে – লেখক- কলামিষ্ট ও কবি ডা.মিজানুর রহমান মাওলা (অভিজ্ঞ চিকিৎসক ও সাংবাদিক) ঢাকাস্থ বরিশাল হিজলা উপজেলা।
সম্পাদক ও প্রকাশক : সামিউল্লাহ সামি। নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
প্রধান কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬। বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : আরএকে টাওয়ার (৯ম তলা), প্লট নং ১/এ, নিশাত নগর, তুরাগ, উত্তরা, ঢাকা-১২৩০।
📲 মোবাইল : ০১৭১৩৯২৬২৭৭,০১৭১০১৪২০১৭।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর 🗞
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর. কম ©২০১৮ -২০২১||
Leave a Reply