শুরুতে মাশরাফির উৎসব।ছবি-ইন্টারনেট
স্টাফ রিপোর্টার : বাংলাদেশের সবচেয়ে গতির বোলার কে ? কেউ বলবে তাসকিনের নাম, কেউবা বলবে রুবেলের নাম। ২০১৫ বিশ্বকাপে গতির যুদ্ধে দু’জনই দিয়েছেন পাল্লা।
ক্যানবেরায় আফগানিস্তানের বিপক্ষে তাসকিনের একটি ডেলিভারী স্পিড গানে শো করেছিল ১৪৬ কিলোমিটার। সেই ডেলিভারিকেই ধরা হতো এতদিন সর্বোচ্চ গতির ডেলিভারি।
রুবেল হোসেন সেই বিশ্বকাপে ১৪১ থেকে ১৪৪ কিলোমিটার গতির ডেলিভারি দিয়েছেন বেশ ক’টি। তবে রুবেল,তাসকিনের চেয়েও যে বেশি গতির ডেলিভারি দিয়েছেন মাশরাফি, ১৯ বছর আগের সেই গল্পটাই শুনিয়েছেন শনিবার মাশরাফি তামিমের ফেসবুক আড্ডায়। গতির জন্য দলে পেয়েছিলেন সুযোগ।
টেস্ট অভিষেকে জিম্বাবুয়ের বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বোলিংয়ে (৩২-৪-১০৬-৪) সেটাই দিয়েছিলেন জানিয়ে। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলেছেন মাশরাফি নিউজিল্যান্ডে। জাতীয় দলের হয়ে প্রথম বিদেশ সফরে ১৭ বছরের ছেলেটি একটু বেশিই শিহরিত ছিলেন। হ্যামিল্টনের পিচে বাউন্স পেয়ে প্রথম ইনিংসে হয়ে উঠেছিলেন ভয়ংকর ( ২৭-৩-১০০-৩)।
ভিনসেন্ট,ফ্লেমিং,ম্যাকমিলানকে শিকার করা ওই ইনিংসে একটি স্পেলের ক’টি ডেলিভারিকে ২০ বছরের ক্যারিয়ারে আলাদা করে রেখেছেন মাশরাফি। একটি ডেলিভারি নাকি ঘন্টায় ১৪৮ কিলোমিটার ছিল।
১৯ বছর পর সে তথ্যই দিয়েছেন মাশরাফি-মনে আছে, নিউজিল্যান্ডে ২০০১ সালে প্রথম টেস্টে টি ব্রেকের পর একটি স্পেল ছিল সবচেয়ে জোরের। ১৪৫-১৪৬ কিলোমিটার গতিতে বল করেছি ওই দিন। ১৪৭-১৪৮ কিলোমিটার গতির ডেলিভারিও ছিল। কেয়ার্নস,এডাম প্যারোরেকে মেরেছি ওই ডেলিভারি। ওটাই ছিল আমার সবচেয়ে জোরের ডেলিভারি।’
হাঁটুর লিগামেন্টে এক একবার অপারেশনের পর গতি কমিয়ে বল করার নির্দেশনা মেনে নেয়া ছাড়া উপায় যে নেই। এই প্রজন্মের মাশরাফি ভক্তরা তাই এক্সপ্রেস রূপটাই যে দেখতে পারছে না তাই।
সম্পাদক ও প্রকাশক : সামিউল্লাহ সামি। নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
প্রধান কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬। বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : আরএকে টাওয়ার (৯ম তলা), প্লট নং ১/এ, নিশাত নগর, তুরাগ, উত্তরা, ঢাকা-১২৩০।
📲 মোবাইল : ০১৭১৩৯২৬২৭৭,০১৭১০১৪২০১৭।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর 🗞
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর. কম ©২০১৮ -২০২১||
Leave a Reply