বিকাশ দাশ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি :
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় এই প্রথম নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সংক্রমিত হয়ে এক জনের মৃত্যু।
মঙ্গলবার (২৬শে মে) সকাল ১০:৩০ মিনিটে কালিঘাট রোডস্থ তার নিজ বাসভবনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আহাদ (৬২) মৃত্যু বরণ করেন।
অনুসন্ধানে জানা গেছে গত রাতেই তার প্রচুর শ্বাসকষ্ট হচ্ছিলো ও শারীরিক অবস্থা খারাপ হয়ে যায় মর্মে সংশ্লিষ্ট ডাক্তার ও নিকট আত্মীয়দের নিকট জানা যায়। উল্লেখ্য গত রাতে তার সিলেট থেকে করোনা পজিটিভ রিপোর্ট আসলে প্রশাসনের পক্ষ থেকে ওই বাসভবন লকডাউন ঘোষণা করা হয়েছিল।
শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, করোনা উপসর্গ থাকায় গত ২৩ মে আমরা উনার নমুনা সংগ্রহ করে আমরা সিলেটের ল্যাবে পাঠাই সেখান থেকে গতকাল রাতে পরীক্ষার ফল পজিটিভ আসে৷ আক্রান্ত ব্যক্তি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন৷ আক্রান্ত ব্যক্তির বাসা গতকাল রাতেই আমরা লকডাউন করে রেখেছি, প্রয়োজন অনুসারে আমরা উনার নিকট আত্মীয়দের নমুনা সংগ্রহ করবো৷
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম মুঠোফোনে আমাদের কাছে জানান বলেন, যেহেতু মৃত ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন সেহেতু সংক্রমণ বিধি অনুসারে যথাযথ নিয়ম অনুসরণ করে তার জানাজা ও দাফন করা হবে ৷
জানাজা ও দাফন কাজের জন্য আমাদের আলাদা একটি টিম আছে সেই টিমের সদস্যরা ই উনার জানাজা ও দাফনের ব্যবস্থা করবেন৷ এদিকে, সোমবার পর্যন্ত শ্রীমঙ্গলে মোট ১২ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন যার মধ্যে দুজন সুস্থ হয়েছেন বাকি দশজনের মধ্যে আজ একজন মারা গেলেন এবং নয়জন এখনও হোম আইসোলেশনে আছেন ৷
নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬।
📱 হটলাইন : ০১৭১৩৯২৬২৭৭, ০১৭১০১৪২০১৭।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর কতৃপক্ষ।
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর নিউজ. কম ©২০১৮ ||
Leave a Reply