খালেদ মাহামুদ হাসান, আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি :
আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ভূমি বিরোধের জের ধরে মাসুদুল আলম সিকদার (১৫) নামে এক এসএসসি ফলপ্রার্থী কিশোরকে পিটিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষরা। তার চাচাতো ভাই ওসমান, ইমরান ও হারুন এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মাসুদুল আলম দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ফলপ্রার্থী ও হুন্দীপপাড়া এলাকার নুরুল আনোয়ারের ২য় পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ৯নং ওয়ার্ড হুন্দীপপাড়া গ্রামের আনোয়ার ও তার ভাই নুরুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে ভূমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে বুধবার সকাল ৮ টার দিকে মাসুদুল আলমকে বাড়ি থেকে ডেকে নিয়ে তার চাচাতো ভাই ওসমান, হারুন ও ইমরান মিলে পিটিয়ে হত্যা করেন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত ওসমান, ইমরান ও হারুন একাধিক মামলার আসামী বলে জানা গেছে।
এ ব্যাপারে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ বলেন, খুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। এ ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চাচা নুরুল হককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে । এ ঘটনায় থানায় এখনো কোন মামলা হয়নি।
নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬।
📱 হটলাইন : ০১৭১৩৯২৬২৭৭, ০১৭১০১৪২০১৭।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর কতৃপক্ষ।
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর নিউজ. কম ©২০১৮ ||
Leave a Reply