পাবনা জেলা ছাত্রলীগের পরিশ্রমি ছাত্রনেতা, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব-বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা আহব্বায়ক মিজানুর রহমান সবুজের খবরের ডাকঘরের সাথে আলাপকালে।
খবরের ডাকঘর: ছোট বেলা সম্পর্কে কিছু বলেন?
সবুজ: ছোট বেলায় প্রচুর ক্রিকেট খেলতাম। পড়াশুনার চাপ ও পরিবারের জন্য নিয়মিত খেলতে পারি নাই।
খবরের ডাকঘর: ছোট বেলায় কি কি দুষ্টুমি করতেন?
সবুজ: যেহেতু ছোটবেলায় প্রচুর ক্রিকেট খেলতাম আমি দুষ্টুমি করতাম আমাদের ড্রসিং রুমে।
খবরের ডাকঘর: রাজনীতি না করলে কি হতেন?
সবুজ: অব্যশই ক্রিকেটার হতাম।
খবরের ডাকঘর: আপনি রাজনীতিতে কেন আসলেন?
সবুজ: আমার রাজনীতিতে আসার কারন। আমি চাই সব-সময় ছাত্র-ছাত্রীদের ক্যাম্পাসে নিরাপত্তা ও তাদের সুবিধার জন্য যে দাবি গুলো করতো সেগুলো বাস্তবায়ন করতে রাজনীতিতে আমার আসা।
খবরের ডাকঘর: বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন থাকতে কেন আপনি ছাত্রলীগের রাজনীতিতে আসলেন?
সবুজ: আমার নানা বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আমার বাবা আওয়ামীলীগ করে। আমি ছোট বেলা থেকে বাবার মুখে বঙ্গবন্ধুর কথা শুনতে ভালো লাগতো আর এই ভালো লাগা থেকেই রাজনীতিতে আসা।
খবরের ডাকঘর: আপনি কোন ক্লাস থেকে রাজনীতিতে জড়িত হন?
সবুজ: আমি নবম শ্রেণীতে যখন পড়তাম তখন থেকেই ছাত্রলীগের মিছিল করতাম। ২০১০ সাল থেকে সক্রিয় ভাবে রাজনীতি শুরু।
খবরের ডাকঘর: আপনার রাজনৈতিক জীবনে কোন ব্যাক্তিকে অনুসরন করেন?
সবুজ: আমার রাজনৈতিক জীবনে অব্যশই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে অনুসরন করি ও পাবনা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, পাবনা -৫ (৭২) আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপিকে অনুসরন করে রাজনীতি করার চেষ্টা করি।
খবরের ডাকঘর: আপনার এই পর্যন্ত রাজনৈতিক জীবনে সফলতা কি?
সবুজ: আমি কিছু ছোট ছোট পোস্ট পেয়েছি। আমি ২০১১ সালে পাবনা জেলা ছাত্রলীগের ২৮ তম সদস্য নির্বাচিত হয় এবং ২০১২ সালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব-বিদ্যালয়ের আহব্বায়ক নির্বাচিত হই। এই গুলোই বলতে পারেন আমার বড় সফলতা।
খবরের ডাকঘর: আপনি সাধারণ শিক্ষার্থীদের জন্য কি করতে চান?
সবুজ: আমি সাধারণ শিক্ষার্থীদের জন্য জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সকল বিষয়ের উপর ল্যাব,ব্যাবহারিক কাজ চালু করাতে চাই। গরীব ছাত্র/ছাত্রীদের বিনামূল্য পড়াশুনার ব্যাবস্থা করা। আমি যখন বিশ্ব-বিদ্যালয়ে রাজনীতি করতাম তখন আমি অনেক ছাত্র-ছাত্রীদের বিনামূল্য পড়াশুনার ব্যাবস্থা করে দিয়েছি।
খবরের ডাকঘর: আপনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব-বিদ্যালয়ের আহব্বায়ক কত সালে হন? এবং এত বড় দায়িত্ব কি ভাবে পেলেন?
সবুজ: আমি ২০১২ সালে ৪ এপ্রিল আহব্বায়ক হই। তৎকালীন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি বদউজ্জামান সোহাগ ও সাধারন সম্পাদক সিদ্দীকী নাজমুল এবং পাবনা -৫(৭২) আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি আমাকে আহব্বায়ক করে।
খবরের ডাকঘর: বিশ্ব-বিদ্যালয় ছাত্রলীগের আহব্বায়ক থাকা কালীন সময়ে বিশ্ব-বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সুবিধার জন্য কি কি কাজ করেছেন?
সবুজ: আমাদের গ্রেট পয়েন্ট ২ না হলে পাশ হতো না সেটা করেছি। আমাদের বিশ্ব-বিদ্যালয়ের গাড়ি কয়েক টা রাস্তায় চলতো। গাড়ি গুলো বিভিন্ন রাস্তায় চলানোর ব্যবস্থা করেছি। নতুন একাডেমিক ভবন ও ছাত্র-ছাত্রীদের জন্য হলের সমস্যা সমাধান করেছি। আমাদের দাবিতে প্রথম বিশ্ব-বিদ্যালয়ে মেডিকেল স্থাপন করা হয়।
খবরের ডাকঘর: বিশ্ব-বিদ্যালয়ের পর কেন আপনি পাবনা জেলা ছাত্রলীগের রাজনীতি করছেন?
সবুজ: বিশ্ব-বিদ্যালয় রাজনীতি করতে আমার ইচ্ছা ছিলো। আহব্বায়ক হওয়ার পর আমি সভাপতি হতে চেয়ে ছিলাম। কিন্তু জেলা আওয়ামীলীগের নির্দেশে আমি জেলা ছাত্রলীগে আসি।
খবরের ডাকঘর: আপনি পূর্বেও ২ বার জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন কিন্তু নির্বাচিত হন নাই। এই বিষয়ে আপনি কি বলবেন?
সবুজ: রাজনীতি আসলে ভাগ্যর ব্যাপার জেলা আওয়ামীলীগের নির্দেশনায় কাজ করে ছিলাম। কিন্তু আমার ভাগ্যে নাই। তবে আমি রাজনীতি করে যাব।
খবরের ডাকঘর: আপনি কি আবারো জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী হবেন?
সবুজ: জেলা আওয়ামীলীগের নেতাবৃন্দ চাইলে হবো।
খবরের ডাকঘর: বর্তমান জেলা ছাত্রলীগের সভপতি নাই এই বিষয়ে কি বলবেন?
সবুজ: আসলে আমরা এখন অভিভাবক শূন্য। তাছাড়াও পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি দীর্ঘ দিন অসুস্থ ছিলেন এবং কিছু দিন আগে তিনি মারা গেছেন। জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কেন্দ্রীয় ছাত্রলীগের সভপতি/ সাধারন সম্পাদকের সাথে কথা বলেছেন। কিন্তু করোনা ভাইরাসের জন্য সব কিছু এখন বন্ধ আছে। ভাইরাস শেষ হলে ভারপ্রাপ্ত সভাপতি দিবে বলে আশা করি।
খবরের ডাকঘর: আপনি কখনো জেল খেটেছেন?
সবুজ: না আমি কখনো জেলে যাই নাই।
খবরের ডাকঘর: আপনার নামে কোন মামলা আছে?
সবুজ: ২০১৪ সালের জাতীয় নির্বাচনে বিএনপির পার্টি অফিস ভাঙ্গার মিথ্যা অপবাদে শুধু আমার নামে সাধারণ ডায়রি করেছিলেন। আমার নামে কোন মামলা নাই।
খবরের ডাকঘর: আপনার রাজনৈতিক সহকর্মী ছাড়াও আপনি সকল মহলের মানুষের কাছে প্রিয় কি ভাবে হলেন? আপনার মানুষ কেন এত ভালোবাসে?
সবুজ: আমি তো আগে জানতাম না আমায় সকল মহলের মানুষ ভালোবাসে।
বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করার জন্যই আমার এই রকম জনপ্রিয়তা বলতে পারেন। সত্যি বলতে আমার সহকর্মী ও জেলা আওয়ামীলীগ নেতাবৃন্দসহ সকল সমহলের মানুষ আমায় ভালোবাসে কারণ আমি সব সময় সাধারন মানুষের কল্যাণে কাজ করি।
খবরের ডাকঘর: আপনার ভবিষৎত রাজনীতি নিয়ে কি বলবেন?
সবুজ: ভবিষৎত রাজনীতি বলতে আমি সব-সময় সাধারন মানুষ ও সাধারন শিক্ষার্থীদের পাশে থাকবো। তাপর আল্লাহ যে দিকে নেয়।
খবরের ডাকঘর: আপনার রাজনৈতিক জীবনে সবচেয়ে কষ্টকর সময় পার করেছেন কখন?
সবুজ: আমার সবচেয়ে খারাপ সময় ২০১৮ সালের ২১ শে জানুয়ারি জেলা ছাত্রলীগের সম্মেলনে যখন নেতা হতে পারি নাই।
খবরের ডাকঘর: বঙ্গবন্ধু সম্পর্কে কিছু বলেন?
সবুজ: আসলে বঙ্গবন্ধুকে নিয়ে কিছু বলার নাই। তাকে যা বলবো তাই হয়তো কম বলা হবে। তবে বঙ্গবন্ধুর জন্য আমরা স্বাধীন দেশ পেয়েছি। আমার কাছে বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।
মিজানুর রহমান সবুজ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব-বিদ্যালয় থেকে বিবএ ও এমবিএ শেষ করে।
একই বিশ্ব-বিদ্যালয়ে সমাজকর্মে মাস্টার্স ও শহীদ আমিনউদ্দিন আইন কলেজ থেকে এল.এল.বি করছেন।
সম্পাদক ও প্রকাশক : সামিউল্লাহ সামি। নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
প্রধান কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬। বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : আরএকে টাওয়ার (৯ম তলা), প্লট নং ১/এ, নিশাত নগর, তুরাগ, উত্তরা, ঢাকা-১২৩০।
📲 মোবাইল : ০১৭১৩৯২৬২৭৭,০১৭১০১৪২০১৭।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর 🗞
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর. কম ©২০১৮ -২০২১||
Leave a Reply