রেজা মাহমুদ,নীলফামারী জেলা প্রতিনিধি :
নীলফামারীতে ২৪ ঘন্টা না পেরুতেই গৃহবধু মিনা ওরফে সাথির হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং সেই সাথে হত্যার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা আদলতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।
আজ শনিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম হত্যাকান্ডের রহস্য এবং মামালার বিস্তারিত তথ্য জানান।
সংবাদ সম্মেলনে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার রুহল আমিন,সদর থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম মোমিন,জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আফজালুল ইসলাম,সদর থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) মাহমুদুন নবী এবং ডিবি পুলিশের পরিদর্শক আমিরুজ্জামান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানানো হয়, গত বৃহস্পতিবার (২৮ মে) পুলিশ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের মনির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের পেছন থেকে অর্ধনগ্ন অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে ।
লাশ উদ্ধারের পর থেকেই জেলা পুলিশ,গোয়েন্দা বিভাগ, ডিবি পুলিশসহ আইন শৃংখলা বাহিনীর অন্যান্য সংস্থা হত্যাকান্ডের রহস্য উদঘাটনে মাঠে নেমে পড়েন এবং মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে তারা রহস্য উদঘাটন করতে সক্ষম হন।
পুলিশ সুপার আরো জানান গত ২ বছর আগে ওই ইউনিয়নের হালিরবাজার এলকার গনেশ রায়ের ছেলে তিমোয়িথের সাথে পার্শবর্তী দিনাজপুর জেলার বীরগঞ্জের শিবরামপুর ইউনিয়নের মৃত মোম্বল ঋষির মেয়ে মিনার সাথে বিয়ে হয়।
বিয়ের পর থেকেই সংসার আশান্তি লেগে ছিল। এর অন্যতম কারন ছিল যৌতুক এবং সন্তান না হওয়া। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে একাধিকবার গ্রাম্য শালিস ও হয়েছে।
তদন্তে জানা যায়,অন্য মেয়ের সাথে স্বামীর সম্পর্ক এবং শ্বসুরের কুপ্রস্তাবে ঘটনার দিন ওই গৃহবধু বাবার বাড়ি দিনাজপুর যাওয়ার উদ্দশ্যে বের হলে স্বামী তিমোয়িথ, শ্বাশুরী শিউলি এবং কাকী শ্বাশুরী মিনতি রানী মিলে মুখে ও যৌনাংগে বালু ও কাদা ঢুকিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তারা মিনার জ্বীনের আছর আছে বলে প্রচারনা চালিয়ে গ্রামে খোজাখুজি করার বাহানা করে।
হত্যাকান্ডের ঘটনা উদঘাটন করে জড়িতদের গ্রেফতার করে আদালতে উপস্থিত করলে তারা তিনজনই লিখিত স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়।
হত্যাকান্ডের ঘটনায় গৃহবধুর ভাই সুকুমার ঋষী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
সম্পাদক ও প্রকাশক : সামিউল্লাহ সামি। নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
প্রধান কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬। বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : আরএকে টাওয়ার (৯ম তলা), প্লট নং ১/এ, নিশাত নগর, তুরাগ, উত্তরা, ঢাকা-১২৩০।
📲 মোবাইল : ০১৭১৩৯২৬২৭৭,০১৭১০১৪২০১৭।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর 🗞
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর. কম ©২০১৮ -২০২১||
Leave a Reply