রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি :
নীলফামারীর সৈয়দপুর বাইপাস সড়কে স্থানন্তরকৃতের পাশা-পাশি পূর্বের পাইকারী সবজি বাজার চালুর দাবি জানিয়েছে ব্যাবসায়ী মহল। স্থানন্তর হওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে খুচরা বাজারে। ফলে সাধারন ক্রেতার উপর পড়েছে এর নেতিবাচিক প্রভাব।
গত বৃহস্পতিবার তাদের মোখিকভাবে জানানো দাবির পরিপ্রেক্ষিতে পৌর পাইকারি সবজি বাজার পরিদর্শন করেছেন সংরক্ষিত নারী আসনের সাংসদ রাবেয়া আলিম। যেহেতু স্থান্তরিত অন্যান্য বাজার স্থানন্তর করা হয়েছে তাই তাদের ও সুবিধা বিবেচনায় ওই বাজার চালুর যৌক্তিক দাবি সাংসদের কাছে তুলে ধরেন ব্যবসায়ী সমাজ।
জানা যায়, করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমনের প্রভাবে গত ১৫ এপ্রিল সামাজিক দুরত্ব বজায় রাখতে এবং শহরে লোকসমাগম রোধে শহরের মাছ-মাংস, খুচরা সবজি বাজার এবং পাইকারী সবজি বাজার স্থানন্তর করা হয়। এর মধ্যে মাছ-মাংসের বাজার শহরের কাছাকাছি বিমান বন্দর সড়কের ফাইভ স্টার মাঠে, খুচরা সবজি বাজার বঙ্গবন্ধু সড়কের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এবং পাইকারী সবজি বাজার শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দুরে মিস্ত্রিপাড়ার বাইপাস সড়কে স্থানন্তর করা হয়। কিন্তু লোকডাউন শিথিল করার পর অন্য দুটি বাজার পুর্বের জায়াগায় ফিরিয়ে আনা হলেও পাইকারি সবজি বাজার পূর্বের জায়াগায় এখনো ফিরিয়া আনা হয়নি। তাই বর্তমান জায়গায় বেচা-বিক্রিতে অসুনিধায় পড়ে তাদেরকে বাইপাসের পাশা-পাশি পূর্বের নয়াবাজারে অবিস্থিত পাইকারী বাজারে ব্যবসা পরিচালনা করার সুযোগ দানে দাবি জানানো হয়।
এ ব্যাপারে পৌর পাইকারি সবজি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোকছুদ আলম গোল্ডেন বলেন, বেশ কয়েক বছর আগে সৈয়দপুর রেলওয়ে বাজারের একতা সমতি মিস্ত্রিপাড়ার বাইপাসে ওই সবজি বাজার স্থাপন করে তাদের বেচা-বিক্রির জন্য। কিন্তু ওই সমিতির ব্যবসায়ী সদস্যরা এখনো রেলওয়ে বাজারে ব্যাবসা পরিচালনা করলেও আমাদের পৌর বাজারের আড়তদারদের বেচা-বিক্রি করতে বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে একরকম বাধ্য করা হচ্ছে।
পাইকারি পৌর সবজি বাজার সমিতির সভাপতি হাজী তসলিম বলেন, বর্তমান পরিস্থিতিতে শহরবের খুচরা সবজি বাজার থেকে পাইকারী বাজারের দুরত্ব বেশি হওয়ায় দুরুত্ব বেশি হওয়াতে সাধারন ক্রেতাদের বেশি দামে সবজি কিনতে হচ্ছে। যেহেতু কৃষকরা অনেক গভীর রাতেই আড়তে তাদের সবজি বিক্রি করার জন্য নিয়ে আসে তাই তারাও নিরাপত্তার কারনে সময়মত এই আড়তে তাদের উৎপাদিত সবজি বিক্রি না করে সুবিধামত পার্শবর্তী উপজেলায় বিক্রি করছে। খাতামধুপুর ইউনিউনের কৃষক শাহীন বলেন খুব ভোরে তাদেরকে আড়তে সবজি বিক্রি করার জন্য যেতে হয়। কিন্তু গভীর রাতে বাইপাস এলাকায় সবজি নিয়ে যেতে নিরপত্তাহীনতায় ভুগছি। আধুনিক পৌর সবজি বাজারের খুচরা বিক্রেতা বলেন, আগে যেখানে ৫ টাকা দিয়েই পাইকারি বাজারে গিয়ে মালামাল নিয়ে এসে বিক্রি করতে পারতাম কিন্তু এখন সেখানে পরিবহন খরচ পড়ছে দেড় শশাতাধিক টাকা। মরিয়ম নামের এক সাধারন ক্রেতা বলেন আগে ছোট-খাট কোন অনুষ্ঠানে পাইকারি বাজারে গিয়ে সবজি কিনতাম। কিন্তু যাতায়াত খরচ বৃদ্ধি পাওয়ায় সেটা আর সম্ভব হচ্ছে না। খুচরা বাজারেও এই দু:সসয়ে জিনিস পত্রের দাম বৃদ্ধি পেয়েছে।
এ ব্যাপারে সাংসদ রাবেয়া আলিম বলেন, পাইকারি সবজি বিক্রেতা আমার কাছে নয়াবাজার পৌর পাইকারি সবজি বাজার চালুর দাবি জানিয়েছে। তাই পরিদর্শন করে তাদের কাছ থেকে সুবিধা-অসুবিধগুলো শুনেছি। তিনি আরো জানান বিষয়টি নিয়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬।
📱 হটলাইন : ০১৭১৩৯২৬২৭৭, ০১৭১০১৪২০১৭।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর কতৃপক্ষ।
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর নিউজ. কম ©২০১৮ ||
Leave a Reply