অহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ইসলাম ফেরদৌস।
আজ মঙ্গলবার (২ মে) বেলা সাড়ে ১২টার দিকে রামেক হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। তার নাম শফিউল ইসলাম।
জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মারা যান তিনি। তিনি নওগাঁর নিয়ামত উপজেলার পানিহারা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ফায়ার সার্ভিসে কক্সবাজার জেলায় কর্মরত ছিলেন। তার পরিবার রাজশাহী মহানগরীর কুমারপাড়া এলাকায় ভাড়া থাকেন। তিনি গত ২৭ মে কক্সবাজার হতে রাজশাহীতে আসেন।
এরপর শরীরে জ্বর ও শ্বাসকষ্ট অনুভূত হওয়ায় গত ২৮ মে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মাধ্যমে খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি হন।
শারিরীক অবস্হার অবনতি হল পরবর্তী দিন ২৯/৫/২০২০ তারিখে ১১.০০ টায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে রেফার্ড করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানেই আজ মৃত্যু বরণ করেন। গতকাল সোমবার তার করোনা নমুনা পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে। তার পরিবারের অন্যান্য সদস্যরা বর্তমানে সুস্হ রয়েছেন এবং তাদের ও নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে বলে জানা যায়। স্বাস্থ্যবিধি মেনে লাশের পরবর্তী কার্যক্রম সম্পাদন করা হবে।
এব্যাপারে নওগাঁ জেলা সিভিল সার্জন ডাঃ আকন্দ মোঃ আক্তারুজ্জামান আলাল জানান, নিহিত রুগীকে আমরা নওগাঁ জেলা থেকে রেফার্ড করিনি তাই আমরা এর ব্যাপারে কিছু বলতে পারছিনা।
নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬।
📱 হটলাইন : ০১৭১৩৯২৬২৭৭, ০১৭১০১৪২০১৭।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর কতৃপক্ষ।
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর নিউজ. কম ©২০১৮ ||
Leave a Reply