পিরোজপুর থেকেঃ পিরোজপুরের নাজিরপুরে ফেসবুকে হযরত মুহম্মাদ (স:) ও ইসলামকে নিয়ে আপত্তিকর পোষ্ট দেওয়ায় প্রান কৃষ্ণ হালদার (৫৫) নামের এক জনকে গ্রেফতার করেছেন নাজিরপুর পুলিশ। গ্রেফতারকৃত প্রান কৃষ্ণ হালদার উপজেলা সদরের হাসপাতাল সংলগ্ন মৃত জ্ঞানেন্দ্র হালদারের পুত্র। মঙ্গলবার (২জুন) সকাল ১০টায় তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, গ্রেফতারকৃত প্রান কৃষ্ণ হালদার তার নিজের ফেসবুক ওয়ালে মুহম্মদ (স:) ও ইসলাম নিয়ে আপত্তিকর পোষ্ট দেয়ার ঘটনায় উপজেলা সদর বাজারের ঔষধ ব্যবসায়ী এসএম রিয়াজ উদ্দিন বাদী হয়ে মঙ্গলবার (২জুন) সকালে নাজিরপুর থানায় তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, ওই প্রান কৃষ্ণ হালদার তার নিজের ফেসবুক আইডিতে মুহম্মাদ (স:) ও ইসলাম নিয়ে আপত্তিকর পোষ্ট দেয়। এর আগে ওই লেখা ঝাঁধহশধৎ উযধষর নামক একটি ফেসবুক আইডি থেকে ২৯ মে রাত ৮ টা ০৪ মিনিটে ইসলাম ধর্ম ও মুহম্মাদ (সা:) কে কটুক্তিসহ অবমাননাকর একটি পোস্ট করা হয়। ওই পোস্টটি অভিযুক্ত চৎধহ ঐধষফধৎ তার নিজের আইডিকে শেয়ার করেন। আটকের পর পুলিশ তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করেন। এসময় অভিযুক্ত প্রাণ হালদার ওই পোস্টটি তার আইডিতে শেয়ার করাসহ আইডিটি তার ব্যক্তিগত আইডি বলে স্বীকার করেন।
জানা গেছে, অভিযুক্ত ওই প্রান কৃষ্ণ হালদার নাজিরপুর উপজেলা আ’লীগের সাবেক আহŸায়ক ও বর্তান উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদারের কাকাতো ভাই। তবে এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান বলেন, প্রাণ হালদার আমার কাকাতো ভাই সেটা ঠিক। তবে তাদের সাথে আমাদের পারিবারিক সর্ম্পক তেমন ভালো নয়। সে যে কাজটা করেছে সেটা অন্যায় । তার বিচার হওয়া উচিত।
এ ব্যাপারে নাজিরপুর থানার অফিসার ইন চার্জ মোঃ মুনিরুল ইসলাম মুনির জানান, ইসলাম ও মুহম্মাদ (স:) কে নিয়ে কটুক্তিকর পোষ্ট দেয়ায় তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের হয়েছে। এ মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : সামিউল্লাহ সামি। নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
প্রধান কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬। বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : আরএকে টাওয়ার (৯ম তলা), প্লট নং ১/এ, নিশাত নগর, তুরাগ, উত্তরা, ঢাকা-১২৩০।
📲 মোবাইল : ০১৭১৩৯২৬২৭৭,০১৭১০১৪২০১৭।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর 🗞
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর. কম ©২০১৮ -২০২১||
Leave a Reply