প্রতীকী ছবি
আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারীতে প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছেন হাজারো মানুষ। তবে এর মধ্যে ইতিবাচক খবর হচ্ছে বহু মানুষ করোনা আক্রান্ত হয়েও সুস্থ হয়ে উঠছেন। ইতিমধ্যে বিশ্বজুড়ে ২৯ লাখ মানুষ করোনা জয় করেছেন।
করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল ১০ টায় করোনাভাইরাসে ৩ লাখ ৭৭ হাজার ৪৩৭ মানুষের মৃত্যু হয়েছে করোনায়। আর আক্রান্ত হয়েছেন ৬৩ লাখ ৬৬ হাজার ৫৩৩ জন। আর সুস্থ্ হয়ে উঠেছেন ২৯ লাখ ৩ হাজার ৬০৫ জন।
আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ৫৩ হাজার ৪০৩ জন। ভাইরাস এখনও সক্রিয় ৩০ লাখ ৮৫ হাজার ৪৯১ জনের শরীরে।আর সুস্থতার পথে ৩০ লাখ ৩২ হাজার ৮৮ জন।
করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছেন ৬ লাখ ১৫ হাজার ৪১৬ জন, ব্রাজিলে ২ লাখ ১১ হাজার ৮০, স্পেনে সেরে উঠেছেন ১ লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, জার্মানিতে ১ লাখ ৬৫ হাজার ৯০০, রাশিয়ায় ১ লাখ ৭৫ হাজার ৮৭৭ জন, ইতালিতে ১ লাখ ৫৮ হাজার ৩৫৫, তুরস্কে ১ লাখ ২৮ হাজার ৯৪৭, ইরানে ১ লাখ ২১ হাজার চার, ভারতে ৯৫ হাজার ৭৫৪, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৩১৫, পেরুতে ৬৮ হাজার ৫০৭ এবং ফ্রান্সে ৬৮ হাজার ৪৪০ জন সুস্থ হয়ে উঠেছেন।
এ ছাড়া মেক্সিকোতে সুস্থ হয়ে উঠেছেন ৬৭ হাজার ৪৯১, সৌদি আরবে ৬৪ হাজার ৩০৪, কানাডায় ৪৯ হাজার ৭২৬, সুইজারল্যান্ডে ২৮ হাজার ৫০০, বেলজিয়ামে ১৫ হাজার ৯১৯, অস্ট্রিয়ায় ১৫ হাজার ৫৯৬, বাংলাদেশে ১০ হাজার ৫৯৭, দক্ষিণ কোরিয়ায় ১০ হাজার ৪৪৬, অস্ট্রেলিয়ায় ছয় হাজার ৬১৯ এবং মালয়েশিয়ায় ছয় হাজার ৪০৪ জন সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সম্পাদক ও প্রকাশক : সামিউল্লাহ সামি। নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
প্রধান কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬। বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : আরএকে টাওয়ার (৯ম তলা), প্লট নং ১/এ, নিশাত নগর, তুরাগ, উত্তরা, ঢাকা-১২৩০।
📲 মোবাইল : ০১৭১৩৯২৬২৭৭,০১৭১০১৪২০১৭।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর 🗞
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর. কম ©২০১৮ -২০২১||
Leave a Reply