খোন্দকার আব্দুল্লাহ বাশার, বিশেষ প্রতিনিধি :
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার ৩ নং কুশনা ইউনিয়নে ধর্ষণের শিকার প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা কিশোরীর ঔষধের মাধ্যমে গর্ভপাতের অভিযোগ উঠেছে। ৩ নং কুশনা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জালাল পুর গ্রামের হতদরিদ্র ফারুক হোসেনের মেয়ে রুমি খাতুন (১৭) কে গত তিন মাস পূর্বে ধর্ষণ করেন একই গ্রামের মেসের আলীর ছেলে সোহেল (২৫)। ঘটনার বিবরণে জানা যায় ভুক্তভোগী ওই কিশোরী মাঠে ছাগল চরাতে যেত।যেহেতু সে প্রতিবন্ধী সেই সুবাদে কৌশলে তাকে একাধিকবার ধর্ষণ করেন লম্পট সোহেল।
এরপর গত ২৭ মে মাসে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে, কিশোরীর পরিবার বিষয়টি জেনে যায়। এ বিষয়ে ধর্ষিতার বাবা দৈনিক বাংলার বারুদ ২৪ ডটকম এর খুলনা বুরো প্রধান কে বলেন, আমার মেয়ের একটু বুদ্ধি কম সে প্রতিবন্ধী, কিন্তু তার সবকিছুই স্বাভাবিক মানুষের মত,এলাকার লম্পট সোহেল আমার মেয়েকে মাঠে একলা পেয়ে ফুসলিয়ে সর্বনাশ করেছে ।
গত (২৭ মে) এলাকার জনপ্রতিনিধি এবং মাতুব্বারা পারি বারিক সুরাহা করে। সোহেলের সাথে রুমির বিয়ে দেয় কিন্তু সোহেল (১ জুন) সোমবার রাতে সেভেন আপ এর সাথে ওষুধ খাওয়ায়, বুধবার ভোরে রুমির গর্ভপাত হয়।
ওয়ার্ডের মেম্বার ছব্দুল আলী ঘটনার সত্যতা স্বীকার করেন এ ব্যাপারে আমরা এলাকায় বসাবসি করে গত ২৭ শে মে তাদের বিয়ে দিয়েছি কিন্তু আজকের ঘটনা খুবই দুঃখজনক। যেহেতু তার খুব রক্তপাত হচ্ছে, তাই মেয়ের পরিবারকে বলেছি চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করতে।
সম্পাদক ও প্রকাশক : সামিউল্লাহ সামি। নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
প্রধান কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬। বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : আরএকে টাওয়ার (৯ম তলা), প্লট নং ১/এ, নিশাত নগর, তুরাগ, উত্তরা, ঢাকা-১২৩০।
📲 মোবাইল : ০১৭১৩৯২৬২৭৭,০১৭১০১৪২০১৭।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর 🗞
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর. কম ©২০১৮ -২০২১||
Leave a Reply