রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি: দীর্ঘ ৬৬ দিন বন্ধ থাকার পর শ্রমিকের হাতের ছোয়ায় আবারো উৎপাদন কার্যক্রম শুরু করেছে দেশের বৃহত্তম নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা।
তবে জনবল সংকটের কারনে শ্রমিক ও কর্মকর্তাদের অনেকেই উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশংকা করছেন। গত রবিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে সেখানে বগি মেরামত ও নির্মান কাজ করা হচ্ছে জানা গেছে।
বিশ্বমহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমনের প্রভাবে সাধারণ ছুটির আওতায় ২৬ মার্চ হতে দেশের বৃহত্তম রেলওয়ে ওই প্রতিষ্ঠানেও ছুটি ঘোষনা করা হয়। ফলে বন্ধ হয়ে যায় বগি মেরামত ও নির্মান কার্যক্রম। কিন্তু সাধারণ ছুটি আর বৃদ্ধি না করায় কারখানার ২৯ টি সপেই আবারো ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।
আজ সরেজমিনে দেখা যায়, মুল প্রবেশ গেটে সয়ংক্রিয় জীবাণু নাশক টানেলের ভিতর দিয়ে শ্রমিকরা সারিবদ্ধভাবে যাচ্ছেন নিজ নিজ ওয়ার্কসপে। সবার মুখেই মাস্ক আর হ্যান্ড গ্লোভস। এছাড়া প্রতিটি সপের প্রবেশ গেটে রাখা হয়েছে হাত ধোয়ার ব্যবস্থা।
ডিওএইচ সপে গিয়ে দেখা যায় সেখানে ব্রডও মিটার গেজ উভয় লাইনের যাত্রীবাহী একাধিক বগি মেরামত করা হচ্ছে। শ্রমিকরা সামাজিক দুরুত্ব বজায় রেখে সকলেই যার যার কাজে ব্যস্ত। কারো হাতেই যেন ব্যয় করার মত নেই সামান্য পরিমান সময়। নেই কারো কোন দিকে কোন খেয়াল। সেখানে উপস্থিত ওই সপের ইনচার্জ সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান জানান,লকডাউন পরবর্তী প্রথম দিন থেকেই শুরু হয়েছে আমাদের কঠোর কর্মযজ্ঞ। সকলেই সর্বোচ্চ শ্রম দিয়ে যাচ্ছি।
তবে লোকবল সংকটের কারনে চলতি বছরের লক্ষমাত্রা পূরণ হবে কিনা তা বলা যাচ্ছে না। একই সপের খালাসী পদে কর্মরত আব্দুর রহমান নামের এক শ্রমিক বলেন, কারখানা থেকে যে হারে লোক অবসরে যাচ্ছে সেই অনুপাতে দেওয়া হচ্ছে না নিয়োগ। তাই কয়েকজন শ্রমিকের কাজ এসে পড়েছে একজনের ঘাড়ে।
তার মধ্যে আবার করোনা পরিস্থিতিতে দীর্ঘিদিন বন্ধ থাকায় এখন কাজের চাপ কয়েকগুন বেড়ে গেছে। তবে আমারা সবাই স্বাস্থ্যবিভাগের পরামর্শে উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশনা মেনেই মেরামত কাজ করছি।
কারখানার কর্মব্যবস্থাপক (ডাব্লুএম) বলেন, বর্তমান পরিস্থিতিতে ৩টির মধ্যে প্রবেশ ও বহি:গমনের জন্য ১টি মাত্র গেটে ব্যবহার করা হচ্ছে। যেখানে স্থাপন করা হয়েছে জীবাণুনাশক সয়ংক্রিয় টানেল। এছাড়া প্রত্যেককেই প্রতিদিন মাস্ক সরবারাহ করা হচ্ছে। স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করেই উৎপাদন কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি আরো জানান, বন্ধকালীন সময়ে স্বল্প পরিসরে খোলা রেখে পণ্য পরিবহন লাগেজ ভ্যান মেরামতের কাজও করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে ৩০ টি যাত্রীবাহী এবং ২০ টি মালবাহী বগি মেরামতের কাজ চলমান।
বিভাগীয় তত্বাবধায়ক (রেলওয়ে কারখানা) জয়নুল ইসলাম বলেন, কারখানায় কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীকে স্বাস্থ্য নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরিধান, হ্যান্ড গ্লোভস ও স্যানিটাইজার ব্যবহারের। এছাড়া সৈয়দপুর রেলওয়ে বিভাগীয় হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীর মাধ্যমে প্রতিদিন প্রত্যেকের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। তিনি আরও জানান, যারা কর্মএলাকার বাইরে ছিল অর্থাৎ ছুটি শেষে যারা নিজ গ্রামের বাড়ি কিংবা অন্য জায়গা থেকে এসে কর্মক্ষত্রে যোগদান করেছেন তাদেরকে চিহ্নিত করে বিশেষ পর্যবেক্ষনে রাখা হয়েছে। তবে তাদের সংখ্যা খুব বেশী নয় শতকরা মাত্র ১০ ভাগ।
নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬।
📱 হটলাইন : ০১৭১৩৯২৬২৭৭, ০১৭১০১৪২০১৭।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর কতৃপক্ষ।
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর নিউজ. কম ©২০১৮ ||
Leave a Reply