আরিফুল ইসলাম
আমি সেই অন্তঃসত্ত্বা হস্তী মায়ের গর্ভে থাকা হস্তী ছানা বলছি;
কি দোষ করেছিলো আমার মা?
আমার মা তোমাদের বিশ্বাস করেছিল,
ক্ষুধার জ্বালা নিবারণের জন্য
একবুক আশা নিয়ে এসে দাঁড়িয়েছিল তোমাদের দ্বারে,
এই কি তার দোষ ছিল?
আচ্ছা, বলতো কি দোষ ছিল আমার?
আমি তো তোমাদের কোনো ক্ষতি করি নি;
তবে কেন আমাকে পৃথিবীর আলো দেখার আগেই পৃথিবী ছাড়া করলে!
বঞ্চিত করলে প্রকৃতির অপরূপ সৌন্দর্য থেকে!
আমি তো পরম আদরে বেড়ে উঠেছিলাম মায়ের গর্ভে, কিন্তু তোমরা আমার আনন্দের মাঝে কালো ছায়া হয়ে এলে;
কেঁড়ে নিলে আমার মা আর আমার জীবন।
আসলে আমার মা খুব বোকা ছিল!
তাই তোমাদের মতো হিংস্র, স্বার্থপর মানবজাতিকে বিশ্বাস করেছিল,
আর বিশ্বাসের প্রতিদান পেল আগুনের লেলিহান শিখার মতো মরণ যন্ত্রণা!
খাদ্যের লোভ দেখিয়ে চিরতরে নিঃশেষ করে দিলে পৃথিবীর আলো দেখা।
মায়ের সাথে মরতে হলো আমাকে;
ক্ষুধায় কাতর হয়ে,অসহায়ের মতো ধুঁকে ধুঁকে মৃত্যুর কোলে ঢলে পড়লাম আমি।
ধিক্কার জানাই হে মানবজাতি,ধিক্কার জানাই তোমাদের!
ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬।
📱 হটলাইন : ০১৭১৩৯২৬২৭৭, ☎️ +৮৮০৯৬৩৮১৯২৪।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর কতৃপক্ষ।
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর নিউজ. কম ©২০১৮ ||
Leave a Reply