মাসুদ রানা, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল জেলার দেলদুয়ার, নাগরপুর, ঘাটাইল ও টাঙ্গাইল সদর উপজেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বজ্রপাতের ঘটনায় ৪ জনের মৃত্যু হয় ।
বজ্রপাতে ঘটনায় নিহতরা হলো একজন দেলদুয়ার উপজেলায় ধান কাটতে আসা শ্রমিক শাহবুদ্দিন (৩৫)। সে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার আলগাচর গ্রামের শহীদ মিয়ার ছেলে। দ্বিতীয় জন নাগরপুর উপজেলার কৃষক নাসির মিয়া (৩৫)। সে উপজেলার কোকাদাইর গ্রামের করিম মিয়ার ছেলে। তৃতীয় জন ঘাটাইল উপজেলার গৃহবধূ ছখিনা বেগম (৪৬) ।
সে জামুরিয়া ইউনিয়নে সাধুর গলগন্ডা গ্রামের কুদরত আলীর স্ত্রী। অপরজন আরও একজন টাঙ্গাইল সদর উপজেলার স্কুল ছাত্র মো. অনিক (১৫)। সে বাঘিল ইউনয়িনরে ধরেরবাড়ী পশ্চিমপাড়া গ্রামের মো. আইয়ুব মিয়ার ছেলে। এছাড়া ধরেরবাড়ী হাই স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল।
জেলার দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম মল্লিক জানান, ৪ জুন বৃহস্পতিবার বিকালে কয়েক জন শ্রমিক উপজেলার নান্দুরিয়া গ্রামের চকবাজার এলাকায় ধান কাটছিলেন। বিকেল ৫ টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হওয়ায় তারা একটি মেশিন ঘরে আশ্রয় নেন। এ সময় প্রকৃতির ডাকে শাহাবুদ্দিন নামের ওই শ্রমিক ঘর থেকে বের হলে বজ্রপাতে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন। তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলঅ স্বস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাগরপুর উপজেলার কয়েক জন প্রত্যক্ষদর্শি জানান , বৃষ্টির মধ্যে নাসির ধান দেখতে চকের মধ্যে যায়। পরে সেখান থেকে বাসায় ফেরার পথে বজ্রপাত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ঘাটাইল উপজেলা জামুরিয়া ইউনিয়নে সাধুর গলগন্ডা গ্রামের কয়েক জন জানায়, বৃহস্পতিবার দুপুরে জামুরিয়া ইউনিয়নে ছখিনা বেগম মাঠে গরু আনতে যায়। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলে সে পড়ে থাকে। নাক কান দিয়ে রক্ত বের হলে প্রথমে ঘাটাইল স্ব্যস্থ্য কমপ্লেক্সে পরে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয় সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা শামলী ক্লিনিকে নেওয়ার পর কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনয়িনের স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল হক বলনে, বাড়ির পাশে ধান ক্ষেতে মা বাবার সাথে অনিক তাদের স্ক্রীমের খড় শুকাচ্ছিল। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই অনিক লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক : সামিউল্লাহ সামি। নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
প্রধান কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬। বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : আরএকে টাওয়ার (৯ম তলা), প্লট নং ১/এ, নিশাত নগর, তুরাগ, উত্তরা, ঢাকা-১২৩০।
📲 মোবাইল : ০১৭১৩৯২৬২৭৭,০১৭১০১৪২০১৭।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর 🗞
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর. কম ©২০১৮ -২০২১||
Leave a Reply