ষ্টাফ রিপোর্টার : একই পরিবারের চারজন ও ব্যাংক কর্মকর্তা এবং পুলিশ সদস্যসহ সিলেটের গোয়াইনঘাটে নতুন করে একদিনে সর্বোচ্চ আরও ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আক্রান্তরা হলেন, সোনালী ব্যাংক গোয়াইনঘাট শাখার ম্যানেজার রাহুল সরকার (৩৬), ট্যুরিস্ট পুলিশের এএসআই মো. আবু সালেহ (৩৪), থানা পুলিশ সদস্য মেহেদী হাসান (২১) ও রতন দোসার (২৬), উপজেলার লেঙ্গুড়া গ্রামের বাসিন্দা মো. সাইদুর রহমান (৩০) ও রিয়াজ আলী (২০), নলজুরি গ্রামের আব্দুল কায়ুম এর স্ত্রী জেসমিন বেগম (২৮) তার মেয়ে বৃষ্টি (১১), বর্ষা (০৮) এবং আড়াই মাস বয়সী ছেলে তানজিলসহ একই পরিবারের চারজন। এ নিয়ে গোয়াইনঘাটে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে।
উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ৩১ মে নিজ নিজ কার্যালয় ও বসত বাড়ি থেকে গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিমের সদস্যরা ২০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠায়। পরীক্ষা শেষে গত শুক্রবার (৫ জুন) রাতে এদের মধ্য থেকে ১০ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
গোয়াইনঘাট থেকে এ পর্যন্ত সর্বমোট ১৯৯ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে এর মধ্যে ১৯ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্রান্তদের বিধি মোতাবেক হোম কোয়ারেন্টাইনে রাখাসহ প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : সামিউল্লাহ সামি। নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
প্রধান কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬। বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : আরএকে টাওয়ার (৯ম তলা), প্লট নং ১/এ, নিশাত নগর, তুরাগ, উত্তরা, ঢাকা-১২৩০।
📲 মোবাইল : ০১৭১৩৯২৬২৭৭,০১৭১০১৪২০১৭।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর 🗞
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর. কম ©২০১৮ -২০২১||
Leave a Reply