সফর মিয়া,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮৬ জন। তিনদিনেই উপজেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৪০ জন হওয়ায় গোটা উপজেলা বিরাজ করছে আতংক। তবে ইতিমধ্যে ২৩ জন সুস্থও হয়েছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।
জানা যায়, আজ সোমবার আইইডিসিআর হতে নতুন করে ১৩ জনের করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট আসে। এদিকে শুক্র, রবি ও সোমবার এই তিনদিনে উপজেলায় করোনা রোগীর সংখ্যা ৪০ জন হওয়ায় এ নিয়ে এলাকায় আতংক বিরাজ করছে।
আজ প্রাপ্ত রিপোর্টে করোনা শনাক্ত হওয়া ব্যাক্তিরা হলেন, নবীনগর সদরের আজিজুর রহমান (৩২), সফিউদ্দিন(৪০), নুরজাহান(৫০), মনসুর রহমান(৫৪), নওরীন জাহান(১৭) ও নুসরাত জাহান(২১), রুপালী ব্যাংক নবীনগর শাখার স্টাফ আরিফুল ইসলাম(২৬), অগ্রণী ব্যাংক নবীনগর শাখার স্টাফ মফিজুর রহমান(৩৭) ও মো. আব্দুল কাইয়ুম (৫৫), কৃষ্ণনগরের মুসা মিয়া(৩৯), আলমনগরের শাহ আলম (৫০), জিনোদপুর মেরকুটার মুসা মিয়া(৫০) ও সাতমোড়ার সুলাইমান(৪২)।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মোশরাত ফারখান্দা জেবিন জানান, আমাদের অসচেতনতায় এর মূল কারণ বলে আমি মনে করি। তিনি আরো বলেন, প্রতিদিন আমরা হাসপাতালের আউটডোরে যে সংখ্যক রোগী দেখছি তাদের বেশিরভাগই করোনাভাইরাস প্রতিরোধে সরকারের স্বাস্থ্যবিধি মানছেন না, অনেকেই মুখে মাস্ক ব্যবহার করছেন না। জিজ্ঞেস করলে উল্টো আরো বলে মৃত্যু যখন হওয়ার হবে, মাস্ক পড়ে কি হবে।
সম্পাদক ও প্রকাশক : সামিউল্লাহ সামি। নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
প্রধান কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬। বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : আরএকে টাওয়ার (৯ম তলা), প্লট নং ১/এ, নিশাত নগর, তুরাগ, উত্তরা, ঢাকা-১২৩০।
📲 মোবাইল : ০১৭১৩৯২৬২৭৭,০১৭১০১৪২০১৭।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর 🗞
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর. কম ©২০১৮ -২০২১||
Leave a Reply