উত্তম কুমার, স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নুজুস্টান থেকে খোসালপাড়া পর্যন্ত প্রায় ২ কিলোমিটার জনবহুল এ রাস্তাটি সংস্কারের অভাবে ভেঙে চুরে বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়। ফলে চলাচলের অনুপযোগীর ভুক্তভোগী হয়েছেন ভেঁড়িবাজার, নয়াদিয়াড়ী, বালুগ্রাম ও খোসালপাড়া গ্রামের কয়েক হাজার মানুষ।
সোমবার সকালে সরেজমিনে দেখা গেছে, রাস্তাটির প্রায় জায়গায় গভীর গর্তের খাদ, যেখানে যেকোনো যানবহন চলা তো দূরের কথা মানুষই স্বাভাবিক ভাবে চলাচল করতে পারে না।
স্থানীয় কৃষক আসাদুল আলী জানান, এলাকাটি কৃষি জমিতে ভরপুর, অথচ বিগত প্রায় ২ বছর থেকে রাস্তাটি ভাঙা থাকার কারনে কৃষিপণ্য ও জমির ধান তুলতে সমস্যা হচ্ছে। জমির ধান জমিতেই নষ্ট হওয়ার উপক্রম।
গোমস্তাপুর ইউপি সদস্য সুলতান হোসেন জানান, বিষয়টি ইউপি চেয়ারম্যান নিকট বার বার তুলে ধরলেও কোনো পদক্ষেপ নেন নি।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল জানান, এই রাস্তাটি ইউনিয়নের হলেও রাস্তা নির্মান বা সংস্করণ এল.জি.ই.ডির আওতাভুক্ত। বিষয়টি নিয়ে এল.জি.ই.ডিকে অবহিত করতে বলেন।
এ ব্যাপারে গোমস্তাপুর উপজেলা এল.জি.ই.ডির ইঞ্জিনিয়ার সুলতান ইমাম জানান, উক্ত রাস্তাটি এল.জি.ই.ডির আওতাভুক্ত না। তিনি এল.জি.ই.ডির অধীনে গোমস্তাপুর উপজেলার সকল রাস্তা গুলো চিনেন বলে আমাকে জানান। তাকে চেয়ারম্যান এর মন্তব্যের বিষয়টা অবহিত করা হলে, তিনি চেয়ারম্যান, মেম্বার কে উপযুক্ত কাগজপত্র নিয়েভভববব অফিসে ডাকেন, যে কিভাবে এটি এল.জি.ই.ডিবর রাস্তা হয়।
এলাকাবাসীর অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বের সহিত বিবেচনা করে রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করবেন।
সম্পাদক ও প্রকাশক : সামিউল্লাহ সামি। নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
প্রধান কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬। বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : আরএকে টাওয়ার (৯ম তলা), প্লট নং ১/এ, নিশাত নগর, তুরাগ, উত্তরা, ঢাকা-১২৩০।
📲 মোবাইল : ০১৭১৩৯২৬২৭৭,০১৭১০১৪২০১৭।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর 🗞
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর. কম ©২০১৮ -২০২১||
Leave a Reply