অহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় থানা পুলিশের সাথে বন্দুক যুদ্ধে দেলোয়ার হোসেন দুখু (৪৫) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন, এসময় ৪ জন পুলিশ আহত হয়েছেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত ডাকাত সর্দার দেলোয়ার হোসেন দুখু একাধীক ডাকাতী মামলায় সাঁজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভুক্ত আসামী। নিহত ডাকাত সর্দার নওগাঁর পোরশা উপজেলার অনাথপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে, সে পোরশা উপজেলার নিতপুর যমুনা বাগান এলাকায় বসবাস করতো।
ঘটনার সত্যাতা নিশ্চিত করে পোরশা থানার ওসি শাহিনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে পোরশা উপজেলার নিতপুর যমুনা বাগান এলাকা থেকে ডাকাত সর্দার দেলোয়ার হোসেন দুখুকে প্রথমে আটক করা হয়। এরপর দেলোয়ার হোসেন দুখু’র দেওয়া তথ্যমতে আজ ৯ জুন মঙ্গলবার ভোরে অস্ত্র ও মাদক উদ্ধারে থানা পুলিশের একটি টিম দেলোয়ার হোসেন দুখুকে সাথে নিয়ে ফকিরের মোড় এলাকায় পৌঁছালে সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দেলোয়ার হোসেন দুখু’র সহযোগীরা পুলিশের উপর আক্রমন করলে আত্নরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি করেন, এসময় ৪ জন পুলিশ আহত হোন। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে গুলিবৃদ্ধ অবস্থায় দেলোয়ার হোসেন দুখুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক দেলোয়ার হোসেন দুখুকে মৃত ঘোষনা করেন।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও একটি হাসুয়া উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় থানায় মামলা দায়ের পূর্বক লাশ ময়না তদন্তর জন্য মৃতদেহটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।
নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬।
📱 হটলাইন : ০১৭১৩৯২৬২৭৭, ০১৭১০১৪২০১৭।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর কতৃপক্ষ।
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর নিউজ. কম ©২০১৮ ||
Leave a Reply