সিলেট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে মিন্টু মিয়া (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত মিন্টু উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কুলুমছড়ার পাড় গ্রামের মৃত আকবর আলীর ছেলে। আজ বুধবার (১০ জুন) সকাল ১১টার দিকে বিছনাকান্দি সীমান্তের কুলুমছড়ার পাড় এলাকার ১২৬৩ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিন্টু মিয়া বুধবার সকালে সীমান্তের ওপারে প্রবেশ করে খাসিয়াদের বাগান থেকে আম কুড়াতে যান। এ সময় স্থানীয় খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মিন্টু মিয়ার মৃত্যু হয়। পরে খাসিয়ারা তার মরদেহ বাংলাদেশের সীমান্তের কাছে ফেলে রেখে
যায়। বেলা ৩টার দিকে স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসে।
স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে স্থানীয় বিছনাকান্দি বিজিবি ক্যাম্প সদস্যদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬।
📱 হটলাইন : ০১৭১৩৯২৬২৭৭, ০১৭১০১৪২০১৭।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর কতৃপক্ষ।
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর নিউজ. কম ©২০১৮ ||
Leave a Reply