আব্দুল্লাহ আল হাদী, কক্সবাজার জেলা প্রতিনিধি :-
বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কক্সবাজার শহর ও দ্বীপ উপজেলা মহেশখালীতে মারা গেছেন দুইজন। মারা যাওয়া দু’জনই বয়োবৃদ্ধ ব্যক্তি। যাদের বয়স ৬০ বছর।
এরা হলেন কক্সবাজার শহরের ২নং ওয়ার্ডের নতুন ফিসারী পাড়ার সর্দার ও সমাজ কমিটির সহ-সভাপতি আসগর আলী ওরফে আসগর মাঝি (৬০) ও মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ধৈলার পাড়ার বাসিন্দা মনজুর আলম (৬০)।
এরা দুইজনই বুধবার (১০ জুন) বিকেল ৪টার দিকে মারা যান।
ইসলামিক ফাউন্ডেশনের করোনাভাইরাসে মৃতদের দাফন-কাফন সম্পর্কিত কমিটি সুত্র এই দুইজনের করোনা উপসর্গে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সুত্র মতে, আসগর আলী ওরফে আসগর মাঝি বুধবার বিকেল ৪টার নতুন ফিসারী পাড়ারস্থ নিজের বাড়িতে মারা যান। তার শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের নানা উপসর্গ ছিল।
স্থানীয় সমাজ কমিটির সাধারণ সম্পাদক ইসহাক সওদাগর জানান, আসগর আলী প্রায় ৭ দিন আগে অসুস্থ হয়ে কক্সবাজার শহরের আল ফুয়াদ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসা নেয়ার পর স্বাস্থ্যের উন্নতি হলে বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফিরে আবারও অসুস্থ হয়ে পড়লে তিনি আবারও আল ফুয়াদ হাসপাতালে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করা হয়। তিনি সদর হাসপাতালেও ভর্তি হয়েছিলেন। কিন্তু সেখান থেকে স্বেচ্ছায় তিনি বাড়িতে ফিরে আসেন। বাড়িতেই তিনি মারা যান।
ইসলামিক ফাউন্ডেশনের করোনাভাইরাসে মৃতদের দাফন-কাফন সম্পর্কিত কমিটি সুত্র জানিয়েছে, বাড়িতে মারা গেলেও আসগর আলীর শ্বাসকষ্টসহ করোনার সবধরণের উপসর্গ ছিল। তার মরদেহ বুধবার রাত সাড়ে ১০টায় করোনা বিধি মেনেই ইসলামিক ফাউন্ডেশনের দাফন-কাফন টিম জানাযা ও দাফন কাজ শেষ করেছেন।
অন্যদিকে মহেশখালীর কুতুবজোমের বাসিন্দা মনজুর আলম (৬০) করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে মারা যান। তার বিস্তারিত কিছু জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক : সামিউল্লাহ সামি। নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
প্রধান কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬। বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : আরএকে টাওয়ার (৯ম তলা), প্লট নং ১/এ, নিশাত নগর, তুরাগ, উত্তরা, ঢাকা-১২৩০।
📲 মোবাইল : ০১৭১৩৯২৬২৭৭,০১৭১০১৪২০১৭।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর 🗞
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর. কম ©২০১৮ -২০২১||
Leave a Reply