গাইবান্ধা থেকে আবু নাসের সিদ্দিক তুহিন :
গাইবান্ধা জেলায় ১১ জুন বৃহস্পতিবার কোভিড উনিশ করোনা ভাইরাসে নতুন করে আরও জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে সিভিল সার্জন সুত্রে ৪৮ জন সকাল সোয়া ১০টায় এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআরের ১১ জুন সন্ধ্যা ৬টার রিপোর্টে আরো ৮ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। নতুন ৮ জনের মধ্যে ৫ জনই পলাশবাড়ী উপজেলার বাসিন্দা।
উল্লেখ্য, বুধবার পর্যন্ত গাইবান্ধা জেলায় কোভিড উনিশ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৮৭ জন। এ পর্যন্ত জেলার ১৭ শত ৫৫ টি নমুনা সংগ্রহ করা হয়েছে এরমধ্যে ১৩ শত ৩০ টির নমুনার পরীক্ষা করে ফলাফল প্রকাশ করা হয়েছে ।
গত ২৪ ঘন্টায় আরও ৫৬ জন বেড়ে এখন জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৪ জনে। এরমধ্যে ৪ জন মারা গেছে। ১১৮ জন গাইবান্ধা হাসপাতাল সহ বিভিন্ন স্থানে আইসোলিউসনে রয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত ২২ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে তারা স্বাভাবিক জীবন যাপন করছেন। গাইবান্ধা সিভিল সার্জন প্রদত্ত তথ্যে আরও জানা গেছে, করোনা ভাইরাস সন্দেহে নানা উপসর্গে নতুন করে ৭৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
জেলায় গত ২৪ ঘন্টায় ৬০২ জন চিকিৎসাধীন রোগী হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জে ৯৮, গোব্দিন্দগঞ্জে ১৯৭, সদরে ১১৪, ফুলছড়িতে ৩২, সাঘাটায় ১৪, পলাশবাড়িতে ২৪ ও সাদুল্যাপুর উপজেলায় ১২৫ জন। এছাড়াও করোনা ভাইরাস কোভিড ১৯ এর এই সময় কালে জেলা ৭ টি ও উপজেলার ৪ টি পৌরসভায় ২ লাখ ১ হাজার ১ শত পরিবার কে ও ১৬ হাজার শিশুকে দেয়া হয়েছে খাদ্য সহায়তা।
নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬।
📱 হটলাইন : ০১৭১৩৯২৬২৭৭, ০১৭১০১৪২০১৭।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর কতৃপক্ষ।
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর নিউজ. কম ©২০১৮ ||
Leave a Reply