সফর মিয়া, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাক্ষণবাড়িয়ার নবীনগর উপজেলায় নদী ভাঙনে প্রতিবছরই মেঘনা নদীগর্ভে বিলীন হয়ে যাছে ফসলি জমিসহ শত শত ঘরবাড়ি। মেঘনার এ ভাঙনের সাথে যুদ্ধ করে কোনো রকমে টিকে আছে এসব অঞ্চলের মানুষগুলো। অনেকেই নদীগর্ভে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। কেউ কেউ আবার ভাঙ্গন এলাকা ছেড়ে চলে গেছে অন্যত্র। মেঘনার ভাঙনের পাশাপাশি এখন মরার উপর খাড়ার ঘা হয়ে আবার যোগ হয়েছে নদী তীরবর্তী এলাকায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন। যার ফলে আগের তুলনায় বর্তমানে নদী ভাঙন আরো দ্বিগুণ হচ্ছে। এতে নবীনগরের নদী তীরবর্তী বাড়িঘর ও ফসলী জমির ব্যাপক ক্ষতি হওয়ার আশংকা দেখা দিয়েছে। এ অবস্থায় ওই সব এলাকায় বসবাসরত সকলেই ভয়ে ও আতংকের মধ্যে দিন কাটাচ্ছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, নবীনগরের সীমান্তবর্তী নরসিংদীর রায়পুরা উপজেলার জয় বাংলা এন্টারপ্রাইজ সীমানা লংঘন করে নবীনগর উপজেলার পাঁচ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে নদী থেকে জোরপূর্বক বালু উত্তোলন করে । বর্তমানে পাঁচটি ড্রেজারের মাধ্যমে ব্যাপকভাবে বালু উত্তোলন করছে।
বিষয়টির প্রতিকার চেয়ে স্থানীয় এমপি এবাদুল করিম বুলবুলের কাছে লিখিত আবেদন করেছেন, নবীনগর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন। ওই আবেদনের কপি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও নবীনগরে উপজেলা চেয়ারম্যানকেও দেয়া হয়।
এ বিষয়ে আবেদনকারী আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন বলেন, ‘নদী থেকে অবৈধভাবে এসব বালু উত্তোলনের ফলে মেঘনা নদীর তীরবর্তী নবীনগরের বহু বাড়িঘর ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়ে যাবে। তাই দ্রুত ড্রেজার দিয়ে বালি উত্তোলন বন্ধ করা দরকার।”
এ বিষয়ে ইজারাদাররা জানান, ইজারার নিয়ম মেনে রায়পুরা উপজেলার পূর্ব হোসেন নগরে বালু উত্তোলন করা হচ্ছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম মুঠো ফোনে জানান, এখানে সীমানা সংক্রান্ত বিরোধ আছে এই বিরোধ নিষ্পত্তির জন্য এবং সীমানা বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলন যেন না করে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : সামিউল্লাহ সামি। নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
প্রধান কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬। বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : আরএকে টাওয়ার (৯ম তলা), প্লট নং ১/এ, নিশাত নগর, তুরাগ, উত্তরা, ঢাকা-১২৩০।
📲 মোবাইল : ০১৭১৩৯২৬২৭৭,০১৭১০১৪২০১৭।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর 🗞
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর. কম ©২০১৮ -২০২১||
Leave a Reply