ছবি: ইন্টারনেট
ক্রীড়া ডেস্ক : নিজের নামে ফাউন্ডেশনের মাধ্যমে করোনাকালে মানুষের সাহায্য করে যাচ্ছেন শহীদ আফ্রিদি। সে কাজ করতে করতে গত শনিবার পাকিস্তানের এ অলরাউন্ডার আক্রান্ত হন করোনাভাইরাসে। এ খবরটি ঐদিন নিজেই জানিয়েছিলেন তিনি। এরপর থেকে বিশ্বের বিভিন্ন স্থান ভক্ত-সমর্থক ও ক্রিকেট-সংশ্লিষ্ট ব্যক্তিরা আফ্রিদির প্রতি সহমর্মিতা প্রকাশ করা শুরু করেন। এই তালিকায় নাম লিখিয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম, ভারতের সাবেক বিশ্বকাপজয়ী ওপেনার গৌতম গম্ভীর, পাকিস্তানের প্রধান নির্বাচক কোচ মিসবাহ-উল-হকসহ আরও অনেকে। তাদের এমন ভালোবাসা আপ্লুত করেছে পাকিস্তানি অলরাউন্ডারকে। আর তাই সবাইকে ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি।
টুইটারে রোববার ভক্ত-সমর্থক-সতীর্থদের আফ্রিদি ধন্যবাদ জানিয়েছে লিখেছেন, ‘যারা আমার জন্য দোয়া করছেন এবং হৃদয় ছুঁয়ে যাওয়া সব মেসেজ পাঠাচ্ছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানানোর জন্য এই বার্তা। আপনাদের সবাইকে ধন্যবাদ। দয়া করে নিরাপদ থাকুন এবং এ কঠিন সময়ে অসহায়দের সাহায্য করুন। সবার জন্য ভালোবাসা।’
নিজে করোনায় আক্রান্ত হলেও আফ্রিদি ফাউন্ডেশনের কাজ থেমে নেই। এ কথাও নিজের টুইটারে জানিয়েছেন আফ্রিদি, ‘আমাদের শহিদ আফ্রিদি ফাউন্ডেশন টিমের সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছে দেখে সত্যিই গর্ব হচ্ছে। এখানে সিন্ধের সিরাখপুরে করোনা ক্ষতিগ্রস্তদের সাহায্য দেয়া হচ্ছে। যাতে করে সবার মাঝে আশার আলো বেঁচে থাকে।’
আপাতত আফ্রিদি সুস্থ আছেন। ভক্ত-সমর্থক-সতীর্থরা চান দ্রুত এ অলরাউন্ডার স্বাভাবিক জীবনে ফিরে আসুক।
নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬।
📱 হটলাইন : ০১৭১৩৯২৬২৭৭, ০১৭১০১৪২০১৭।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর কতৃপক্ষ।
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর নিউজ. কম ©২০১৮ ||
Leave a Reply