শাকিল সরদার,বাগেরহাট সংবাদদাতা :
বাগেরহাটের ফকিরহাটে নতুন করে করোনা পজেটিভ হয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসার। ফলে উপজেলায় মোট কোভিড-১৯ শনাক্ত রোগির সংখ্যা ২৪ জন।
মঙ্গলবার (১৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার। স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারের নাম শিশির বসু।
ডা. অসিম কুমার সমাদ্দার এই প্রতিবেদককে মুঠোফোনে বলেন, কোভিড পজিটিভ ডা. শিশির বাবুকে ও তার টাচে থাকা অন্য এক মেডিকেল অফিসারকে ইতোমধ্যে হোম কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে। হাসপাতালের অন্যসব ডাক্তার, নার্স ও স্ট্যাফদের করোনা টেস্ট করানোর পর যাদের পজিটিভ আসবে, তাদেরকেও কোয়ারান্টাইনে পাঠানো হবো। উল্লেখ, এর আগে হাসপাতাল কোয়ার্টারে থাকা এক কর্মচারীর শিশু কন্যাও করোনা আক্রান্ত হয়েছে।
তিনি আরও বলেন, কোভিড পজিটিভ হওয়া ডা. শিশির বসু অন্যান্য ডাক্তারদের মত বাই রোটেশনে এক সপ্তাহ কোভিড-১৯ রোগী চিকিৎসায় থাকলে পরের সপ্তাহ হাসপাতালে সাধারণ রোগিদের সেবা দিতেন। তবে তার সংস্পর্শে নন্-কোভিড কত রোগী সেবা নিতে এসেছিলেন তার তথ্য জানাতে পারেননি।
সেবা নিতে আসা ডা. শিশির বসুর সংস্পর্শে যে সব সাধারণ রোগি এসেছিলেন তাদের হোম কোয়ারান্টাইন নিশ্চিত করা না গেলে এলাকায় করোনা ঝুঁকি বৃদ্ধি পাবার আশঙ্কা করছেন সচেতনমহল।
১ লক্ষ ২৩ হাজার ৯৫৬ জনসংখ্যার এ উপজেলায় কোভিড-১৯ রোগী শনাক্তের হার জেলার মধ্যে সবচেয়ে বেশি। করোনা ভাইরাস পরীক্ষার সুবিধা বৃদ্ধি করলে তা আরও বাড়তে পারে ধারণা এলাকাবাসীর।
ফকিরহাট উপজেলার ২৪ কোভিড রোগীর ৮ জন ইতোমধ্যে সর্ম্পূণ সুস্থ্য হয়েছেন।
তারা হলেন, বেতাগা ইউনিয়নের ৫ জন (মোজাম্মেল, সানজিদা, আলেয়া, মিম, তানিয়া), ফকিরহাট ইউনিয়নের ২ জন (দুলাল হাওঃ, শিউলি) ও নলধা ইউনিয়নে ১জন (ফরহাদ)।
নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬।
📱 হটলাইন : ০১৭১৩৯২৬২৭৭, ০১৭১০১৪২০১৭।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর কতৃপক্ষ।
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর নিউজ. কম ©২০১৮ ||
Leave a Reply