রেজা মাহমুদ,নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ৮ম শ্রণির এক ছাত্রীকে অপহরণের পর জোরপূর্বক বিয়ে ও ধর্ষণের অভিযোগে অপহরণকারী এবং নিকাহ রেজিস্টারকে গ্রেফতার করেছে পুলিশ
আজ মঙ্গলবার ( ১৬ জুন) ওই অপহরণকারী তিন সন্তানের জনক মানিক ইসলাম( ৩২) এবং নিকাহ রেজিস্টার কাজী মো:হাবিবুর রহমান(৬০) নামের দুইজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার খাটুরিয়া এলাকার মৃত দবির উদ্দীনের ইলেকট্রিক মিস্ত্রি ওই ছেলে শাহীপাড়ার বাবলু ইসলামের মেয়ে ৮ম শ্রণির ওই ছাত্রীকে কয়েকমাস ধরে রোজ স্কুল যাওয়া আসার পথে উত্যক্ত করত। গত ২৮ মে দুপুরে একা খালার বাড়িতে যাওয়ার পথে মেলাপাঙ্গা এলাকা থেকে তাকে অপহরণ করে খাটুরিয়া সেন্টারপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে ওই কাজির বাড়িতে নিয়ে যায়। সেখানে কাজি রেজিস্টার খাতায় জোর করে তার স্বাক্ষর নেয়। এরপর বিয়ের কথা গোপন রাখার হুমকি দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করে।
এরই ধারাবাহিকতায় মেয়েটি আজ তার নানা বাড়ি যাওয়ার পথে জোরপূর্বক মটরসাইকেলে তোলার চেষ্টা করলে মেয়েটির চিৎকারে লোকজন ছুটে এসে তাকে আটক করে। পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পরে মেয়েটির বাবা অপহরণকারী এবং কাজির বিরুদ্ধে মামলা দায়ের করে।
এ ব্যাপারে ওই থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
সম্পাদক ও প্রকাশক : সামিউল্লাহ সামি। নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
প্রধান কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬। বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : আরএকে টাওয়ার (৯ম তলা), প্লট নং ১/এ, নিশাত নগর, তুরাগ, উত্তরা, ঢাকা-১২৩০।
📲 মোবাইল : ০১৭১৩৯২৬২৭৭,০১৭১০১৪২০১৭।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর 🗞
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর. কম ©২০১৮ -২০২১||
Leave a Reply