লুৎফর রহমান,লালমনিরহাট সংবাদতাদা :
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বাড়ছে ল্যাম্পিস্কিন ডিজিজের প্রকোপ। উপজেলার বিভিন্ন ইউনিয়নে শতশত গরু এ রোগে আক্রান্ত হচ্ছে। দিশেহারা কৃষক তাদের পালিত এই অবোধ প্রাণিগুলোকে নিয়ে পড়েছেন বিপাকে। অনেকে সম্বল হারানোর আশঙ্কায় ভুগছেন।
সরজমিনে দেখা গেছে, বাউরা ইউনিয়নের জমগ্রাম এলাকার কৃষক বিউটি বেগম, আবেদুর রহমান, রাশেদুর, হাবিবুল, শাফিউল, আলিউল, লুৎফর, নিশাত, মোবারকসহ শতাধিক পরিবারের কয়েক শত গরু ল্যাম্পিস্কিন ডিজিজে আক্রান্ত হয়ে পড়ে আছে।
এদিকে ইউনিয়নের নবীনগর, সফিরহাট, রসুলপুর এলাকার কৃষক অনিল চন্দ্র সেন, চিত্তরঞ্জন সেনসহ শতাধিক কৃষকের গরু ল্যাম্পিস্কিন ডিজিজে আক্রান্ত হয়ে পড়ে আছে। দেখা গেছে, আক্রান্ত গরুর চামড়া, সীনা ও হাটু ফুলে গেছে। চামড়ায় গোটা গোটা হয়েছে। আক্রান্ত গরুগুলোর কোনটা খাচ্ছে, কোনটা আবার খাচ্ছে না। এতে গরু শুকিয়ে যাচ্ছে।
বাউরা ইউনিয়নের প্রাণি চিকিৎসক ডাক্তার সুনিল জানালেন, ল্যাম্পিস্কিন ডিজিজে শতাধিক গরু আক্রান্তের সংবাদ এসেছে আমার কাছে। আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি।
পাটগ্রাম উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাক্তার আব্দুল আজিজ বললেন, ‘ল্যাম্পিস্কিন ডিজিজ একটি চর্মরোগ। এটি মূলত মশার কামড়ে হয়। সঠিক চিকিৎসা পেলে দশ থেকে ১৫ দিনের মধ্যে আক্রান্ত গরু সেরে ওঠে। ওষুধ হিসেবে সাধারণত একটি বড় গরুর জন্য ৫০ গ্রাম গুড়, খাওয়া ছোটা ৫০ গ্রাম, নিমপাতা ১০ গ্রাম, আধা কেজি পানিতে মিশিয়ে প্রতিদিন দুই বার খাওয়ালে এ রোগ ভাল হয়। সচেতনতা বৃদ্ধিতে আমরা লিফলেট বিতরণ শুরু করেছি।
দ্রুত ক্যাম্পেইন করে এ রোগ ও এর প্রতিকার বিষয়ে কৃষককে অবগত করার পরিকল্পনা করছি। পাটগ্রাম প্রাণি সম্পদ অফিস আক্রান্ত গরুগুলোর যথাযথ চিকিৎসা দিয়ে যাচ্ছে। লোকবল কম থাকার কারণে প্রতি ইউনিয়নের প্রাণি চিকিৎসকদের সাহায্যও নিচ্ছি আমরা। ’
ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬।
📱 হটলাইন : ০১৭১৩৯২৬২৭৭, ☎️ +৮৮০৯৬৩৮১৯২৪।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর কতৃপক্ষ।
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর নিউজ. কম ©২০১৮ ||
Leave a Reply