রতন মাহমুদ, ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীতে দিন-দুপুরে সন্ত্রাসীদের গুলিতে শহিদ শেখ (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা ১২ টার দিকে জেলার সদর উপজেলাধীন খানখানাপুর ইউনিয়নের কাজীপাড়া নামক এলাকায়।
নিহত শহীদ শেখ উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের মৃত ইব্রাহিম শেখের ছেলে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও ক্রাইম) মো. সালাউদ্দীন বলেন, ব্যবসায়ী শহীদ শুক্রবার দুপুর ১২টার দিকে খানখানাপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ীর দিকে ফিরছিলেন। তখন পিছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল থেকে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করলে সে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে নিহত হন। নিহত শহীদ নিষিদ্ধ ঘোষিত লাল পতাকাবাহিনীর কোন সদস্য ছিলো কিনা, কিংবা তার ব্যবসা সংক্রান্ত কোন্দলের জেরে নিহত হয়েছেন কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া এ ঘটনায় অপরাধীদের ধরতে পুলিশ ইতিমধ্যে মাঠে কাজ শুরু করেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এ ঘটনায় এলাকায় থম থমে অবস্থা বিরাজ করছে।
নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬।
📱 হটলাইন : ০১৭১৩৯২৬২৭৭, ০১৭১০১৪২০১৭।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর কতৃপক্ষ।
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর নিউজ. কম ©২০১৮ ||
Leave a Reply