মনির/শুভ, লাখাই প্রতিনিধি : হাওড় বেষ্টিত লাখাই উপজেলায় সুতাং, ধলেশ্বরী, কলকলিয়া নদীর তীরে অবস্থিত বিভিন্ন ইউনিয়নের গ্রামের চারপাশ যখন বর্ষার আগাম থইথই পানির পূর্বাভাসের সংকেত দেখাচ্ছে তখনই নৌকা তৈরি ও পুরাতন নৌকা মেরামতে নেমে যাচ্ছেন নৌকা তৈরির কারিগর সহ নৌকার মাঝি।
আজ ১৯ ই জুন শুক্রবার অনুসন্ধানে যানা যায়, উপজেলার লাখাই, শিবপুর, কৃষ্ণপুর, মাদনা সহ মোড়াকরি বাজারে নতুন ও পুরাতন নৌকা তে বিভিন্ন রকমের রং ও আলকাতরা দিয়ে ব্যবহারের উপযোগী করছেন কারিগর ও মাঝিরা ।
গোপাল সুত্রধর নামে এক কারিগর ও নৌকা ব্যাবসায়ীর সাথে কথা বললে তারা জানান, হঠাৎ করেই বর্ষার পানি বেড়ে যাচ্ছে বলে নৌকা তৈরির কাজ বেড়ে গেছে। বর্তমানে চাম্বল ও করোই কাঠ দিয়েই নৌকা তৈরি করে যাচ্ছি। নতুন পানি আসার সাথে সাথে নৌকার কদর বাড়বে বলে আশাবাদী।
মোড়াকরি বাজারে যতিন্দ্র দাশ নামে নৌকা দেখতে আসা এক মাছ ব্যাবসায়ীর সাথে কথা বললে তিনি জানান, আমি ঘুরে নৌকা দেখতেছি, নৌকা গুলি সুন্দর লাগছে। নৌকা তৈরি ও পানিবাড়লে মাছ ধরার জন্য একটা নৌকা বাজার থেকে কিনব।
উল্লেখ্য, উপজেলার লাখাই ইউনিয়ন, বুল্লা ইউনিয়ন, বামৈ ইউনিয়নের নয়াগাঁও এবং মোড়াকরি ইউনিয়নের কিছু অংশ বেশকিছু নৌকার ব্যবহার হয়ে আসছে যুগ যুগ ধরে। এসব গ্রামে প্রায় বাড়িতেই বর্ষাকালে যাতায়াতের অন্যতম বাহন হিসেবে রয়েছে একটি করে নৌকা। এক সময় বর্ষা মৌসুমে এসব এলাকায় পাল তোলা নৌকা চলতো। বিভিন্ন হাট-বাজারে মালামাল আনা নেওয়ার জন্য গয়না, ডিঙ্গি ইত্যাদি নৌকার ব্যবহার হতো। লাখাই উপজেলার ক্রেতা বিক্রিতারা উপজেলা সহ বি বাড়ির জেলার নাসিরনগর বুড়িশ্বর নৌকার বাজার থেকে নৌকা আনেন।
সম্পাদক ও প্রকাশক : সামিউল্লাহ সামি। নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
প্রধান কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬। বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : আরএকে টাওয়ার (৯ম তলা), প্লট নং ১/এ, নিশাত নগর, তুরাগ, উত্তরা, ঢাকা-১২৩০।
📲 মোবাইল : ০১৭১৩৯২৬২৭৭,০১৭১০১৪২০১৭।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর 🗞
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর. কম ©২০১৮ -২০২১||
Leave a Reply