আন্তর্জাতিক ডেস্ক : ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভয়ংকর অবস্থা বিরাজ করছে দেশটিতে। লকডাউন তুলে দেয়ার পর দেশটিতে করোনা যেন আগ্নেয়গিরির লাভার মতো মাটি ভেদ করে উঠেছে।
প্রতিদিন নিত্য নতুন রেকর্ড গড়ে আক্রান্ত অথবা মৃতের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় রেকর্ড ৪৪৫ জনের মৃত্যু হয়েছে। একদিনের ব্যবধানে এটিই এখন পর্যন্ত ভারতে সর্বোচ্চ মৃত্যু।
এদিকে শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১৪ হাজার ৮২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে ভারতে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ লাখ ২৫ হাজার ২৮২ জনে। সোমবার (২২ জুন) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাদ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এসব তথ্য জানায়। খবরে বলা হয়, সরকারি হিসেবে শনাক্ত সোয়া ৪ লাখের মধ্য থেকে ভারতে এখন পর্যন্ত করোনায় ১৩ হাজার ৬৯৯ জনের মৃত্যু হয়েছে।
সেরে উঠেছেন ২ লাখ ৩৭ হাজার ১৯৬ জন। বিপরীতে এখনও অসুস্থ আছেন ১ লাখ ৭৪ হাজার ৩৮৭ জন। এদিকে ভারত, বাংলাদেশ, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়া ক্রমে ক্রমে করোনা নতুন হটস্পট হয়ে উঠছে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আন্তর্জাতিক মহল।
নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬।
📱 হটলাইন : ০১৭১৩৯২৬২৭৭, ০১৭১০১৪২০১৭।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর কতৃপক্ষ।
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর নিউজ. কম ©২০১৮ ||
Leave a Reply