বিদ’আত হলো যে বিষয় কুরআন, হাদীস,ইজমা ও কিয়াস হতে কোন একটি দ্বারা ও প্রমাণিত নয় এবং ওই কাজকে দ্বীন তথা সাওয়াবের কাজ মনে করে করা হয়..।
রাসূল (সা:) এর রেখে যাওয়া পন্থাই হলো সিরাতে মুস্তাকীম.
আর এর বিপরীত সব কিছুই হলো বিদ’আদ..|
মনে রাখতে হবে সিরাতে মুস্তাকীমই মানব মুক্তি, জান্নাত লাভ ও ভ্রষ্টতা হতে বাঁচার একমাত্র পথ.!
✍ বিদ’আত’ এটা আরবী শব্দ!
✍ বাদা’আ ইয়াব’দা’উ থেকে নির্গত,
✍ শাব্দিক অর্থ হলো -নতুন আবিস্কৃত!
✍ পারিভাষিক অর্থ হচ্ছে,,,,,
✍ বিদ’আত বলা হয় এমন কাজ বা জিনিষ যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় ছিলোনা এবং (স্বর্নযুগ)সাহাবী রাঃএর যুগেও ছিলোনা,,,,,, এমন কাজ কে শরি’আতের বিধান মনে করে সাওয়াবের আশায় আবশ্যকীয় ভাবে করা ।
✍️__আল মাউসু’আতুল ফিক্বহিয়্যাহ,
✍__ইসলামী আক্বীদা ও ভ্রান্ত মতোবাদ,,,ইত্যাদি
প্রথমে একটি উদাহরণ দিয়ে বলি:-
বিদাত হচ্ছে তরকারীতে পরিমিত লবণের মত। একটি তরকারি উপযুক্ত স্বাদ পাওয়ার জন্য যতটুকু লবণ দরকার ঠিক ততটুকু লবণ ই দিতে হবে, এর একটু কম বা বেশি হলে আপনার মুল্যবান খাবারটুকু অখাদ্য হয়ে যাবে, বেশি হলে তা ডাস্টবিনে ফেলে দেওয়া ছাড়া আর কোন উপায় থাকবেনা। ঠিক তেমনি, আপনার ইবাদত যদি রাসুলের তরিকার বা নিয়মের বাইরে হয়, তা কোন কাজে আসবেনা..।
মনে রাখা জরুরি:-
শিরক ঈমান নষ্ট করে
আর বিদাত আমল নষ্ট করে..।
আজ আমরা নিজেকে নিজেই মুসলমান ভেবে থাকি.।
কারণ আমার বাবার বাবা ছিলেন মুসলমান
আমার ও বাবা মুসলমান তাই আমি ও মুসলমান..√
সারা বছর চলে যায়, কোন নাস্তিকের বিরুদ্ধে আন্দোলন করে না.।
রবিউল আউয়াল মাস আসলেই এদের প্রেম ভালোবাসা বেড়ে যায়.√
দাঁড়াইয়া:-ইয়া নবী সালামু আলাইকা
ইয়া হাবীব বহু মেয়ে ফেয়ার কার্তি হুঁ গা.°
°•হে নবী আমি তোমাকে ভালোবাসি•°
° I Love You °
হে নবী তোমাকে ভালোবাসি কিন্তু তোমাকে কোন নাস্তিক গালি দিলে এদের বিরুদ্ধে আন্দোলন করতে আমরা নেই..√
মিলাদ মিলাদ মিলাদ চাই
মিলাদ পড়ে জিলাপি মিষ্টি
খেতে আমরা চাই..√
মিলাদ মিলাদ মিলাদ চাই
মিলাদ পড়ে টাকা চাই
নবীর দুশমনের বিচার করতে আমরা নেই..√
এই হলো ভালোবাসা,
এই হলো নবীর প্রেমিক,
এঁরা নবীর প্রেমিক নয়,
এঁরাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন.
এদের ভালোবাসাই হলো এই টুকু:-
১_যে নবীকে দাঁড়াইয়া সালাম করে না.’
সে কাফের.
২_যে নবীকে নূরের তৈরি কয় না.’
সে কাফের.
৩_যে নবী কে জিন্দা নবী মানে না.’
সে কাফের.
শুধু কাফের কাফের ফতোয়া দিয়েই যাচ্ছে..√
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই:-
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে এবং ফরজ সুন্নাত নিয়ে বার বার কুটুক্তি করা হয় তখন কোন আন্দোলন নেই..|
অথচয়:-
আল্লাহ বলেন:- রাসূল তোমাদের কে যা দেন,তা গ্ৰহণ করো এবং যা থেকে নিষেধ করেন,তা থেকে বিরত থাকো.!
(-সূরাহ হাশর আয়াত নং ৭-)
কিন্তু না আজ বিদআত করার জন্য পাগল পাড়া হয়ে থাকে এঁরা..।
জন্মের সময় মিলাদ করেছিল আবু জাহেল
কালেমার দাওয়াত দেয়ার সময় নয়..√
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদের কথা কোথাও বলেন নি সাহাবায়ে কেরাম তা করেননি তাই এটা আমরা ও করতে পারি না..!
♦রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন;
وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ، وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ
আর সবচেয়ে নিকৃষ্ট হল দ্বীনের মধ্যে নতুন জিনিস সৃষ্টি করা আর সকল নতুন জিনিসই বিদআত আর সকল বিদআত-ই-গুমরাহী (পথভ্রষ্ট) আর সকল গুমরাহীর (পথভ্রষ্ট) পরিণাম জাহান্নাম। [নাসায়ী: ১৫৭৮] রাসূল (ﷺ)
রাসূল যা করেননি সাহাবায়ে কেরাম যা করেননি
তা বিদআত ছাড়া কিছুই নয়..!
তাই এই বিদআত সৃষ্টি কারি যদি আমার বাবা হয় আমার পীর হয় আমার মুর্শিদ হয় তাদের কাওকে মানি না.”
এঁরা জাহান্নামের পথে নিয়ে যেতে চায়
এঁরা জান্নাতের পথ দেখাবার লোক নয়
এঁরা জাহান্নামের পথ দেখাবার লোক..!
তাই এদের থেকে সাবধান এ দুনিয়ায় যদিও মানুষ স্ব স্ব ধারণা অনুযায়ী অনেক পথ করে রেখেছে,;
তোমরা সেসব পথে চল না, কারণ সেগুলো বাস্তবে আল্লাহ পর্যন্ত পৌঁছে না..!
সুতরাং:-
যে ব্যক্তি সেসব পথে চলবে সে আল্লাহ হতে দূরে সরে পড়বে. ( মা’আরিফুল কুরআন,৩য় খন্ড, পৃষ্ঠা:৪৯১ )..!
✍…হৃদয় গহীনের অভিপ্রায়,,,
রাব্বে কারীম যেনো আমাদের সকলকেই
সমাজে বিদ’আত বলে বলে ফিতনাহ্ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত না করেন!
(-আমীন-)
সত্য সব সময় সুন্দর
সত্যের সন্ধানে পথ চলি অবিরাম.।
লেখক:-
আকরাম হোসাইন
স্টাফ রিপোর্টার দৈনিক খবরের ডাকঘর
সম্পাদক ও প্রকাশক : সামিউল্লাহ সামি। নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
প্রধান কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬। বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : আরএকে টাওয়ার (৯ম তলা), প্লট নং ১/এ, নিশাত নগর, তুরাগ, উত্তরা, ঢাকা-১২৩০।
📲 মোবাইল : ০১৭১৩৯২৬২৭৭,০১৭১০১৪২০১৭।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর 🗞
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর. কম ©২০১৮ -২০২১||
Leave a Reply