বশেমুরবিপ্রবি প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের পিছনের একটি ৪ তালা বিল্ডিংয়ে চুরির ঘটনা ঘটেছে। রোববার (১৬ আগস্ট) রাতে এই ঘটনা ঘটে।
বশেমুরবিপ্রবির ছাত্র মেসের শিক্ষাথীরা জানান, ৪ তালা বিল্ডিংয়ে তালা ভেঙ্গে একটি সাইকেল, (২ টা ছিল ১ টি নিয়ে গেছে), একটি মনিটর ও মাদারবোর্ড, ট্রান্ক এর ভিতর মালামাল, একটি রাউটার চুরি হয়। ঘরের সব জিনিসপত্র তছনছ করা হয়। কম্পিউটার চুরির রেশ না কাটতেই বশেমুরবিপ্রবির ছাত্র মেসে চুরি ঘটনা ঘটলো।
এই বিষয়ে ওই মেসে বসবসাকারী বশেমুরবিপ্রবির রসায়ন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রবিউল ইসলাম জানান, তারা ২ জন রুমে থাকতেন। আজকে তার রুমমেট এর নিকট থেকে চুরির সংবাদ পান। রুমের তালা ভেঙ্গে চুরি করে আবার ভাঙ্গা তালা ঝুলিয়ে পালিয়ে যায় চোর। বিল্ডিং এর অন্য রুমে চুরি হয়ে হয়েছে কিনা জানেন না। তার মতে স্থানীয় বখাটে ছেলেরা এই কাজ করেছে।
গত ১৭ মার্চ করোনামহামারীতে বন্ধ হয় সকল শিক্ষাপ্রতিষ্ঠান, শুরু হয় লকডাউন। মহামারী করোনা ভাইরাসের পরিস্থিতিতে চলমান লকডাউনের মাঝেও গোপালগঞ্জে বিভিন্ন মেসে বেড়েই চলেছে চোরের উপদ্রব, হচ্ছে চুরি। শিক্ষার্থীদের অনুপস্থিতিতে চুরি হচ্ছে হাজার হাজার টাকা ও মূল্যবান জিনিসপত্র।
উল্লেখ্য, গত ২৬ জুলাই গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনের দিকের জানালা ভেঙ্গে ৪৯ টি কম্পিউটার চুরি করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের কাছে রাখা হয়। পরে একটি ট্রাকে করে সেগুলো ঢাকা নিয়ে যাওয়া হয়। এ গুলো ঢাকার মহাখালীর ক্রিস্টাল ইন হোটেলে রাখা হয়। ৫ থেকে ৭ জন চোর সরাসরি এ চুরিতে অংশ নেয়। এদের মধ্যে ১জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে।
এছাড়া এমন চুরির ঘটনার শিকার হয়েছে বশেমুরবিপ্রবির অনেক শিক্ষার্থী।
সম্পাদক ও প্রকাশক : সামিউল্লাহ সামি। নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
প্রধান কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬। বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : আরএকে টাওয়ার (৯ম তলা), প্লট নং ১/এ, নিশাত নগর, তুরাগ, উত্তরা, ঢাকা-১২৩০।
📲 মোবাইল : ০১৭১৩৯২৬২৭৭,০১৭১০১৪২০১৭।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর 🗞
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর. কম ©২০১৮ -২০২১||
Leave a Reply