মোঃ আব্দুল্লাহ আল হাদী, চট্টগ্রাম বিভাগীয় প্রধান :
রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও তরুণ রাজনীতিক ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে ৫ প্রতিবন্ধী ও দিনমজুরকে সেমিপাকা বাড়ি ও মালামালসহ দোকান উপহার দেওয়া হয়েছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার (১৬ আগস্ট) বিকেলে এসব ঘর ও দোকান হস্তান্তর করেন ফারাজ করিম চৌধুরী।
রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জলদাশ পাড়ার সবুজ জলদাশ ও মুহাম্মদ মহিউদ্দিনকে সেমিপাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়।
এছাড়া ফকির হাট বাজারে সেকান্দর হোসেনকে সবজির দোকান, হাসান খীল এলাকার জামাল উদ্দিন ও পটিয়া পাড়া এলাকার আনোয়ার হোসেন পলাশকে মুদির দোকান তৈরি করে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এস এ এম হোসাইন, রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগ সভাপতি জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, ডাবুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী, চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী।
উপস্থিত ছিলেন- সুমন দে, জাহাঙ্গীর আলম, সাইফুদ্দিন চৌধুরী, জিল্লুর রহমান মাসুদ, সাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, বদরুল হায়দার চৌধুরী হারু, নুরুল আবছার, মৃদুল দাশ গুপ্ত, সিরাজুল মুনির শাওন, সাবের হোসেন, মো. আসিফ, আরমান সিকদার, ফয়সাল মাহমুদ, মো. সাইদুল ইসলাম, ইমতিয়াজ জামাল নকিব, মইনুদ্দিন জামাল চিশতী, লিটন দেবনাথ, মোহাম্মদ এরশাদ, আজাদ হোসেন সিকদার, সাজ্জাদ মাহমুদ, নাসির উদ্দিন, প্রমুখ।
ফারাজ করিম এর এই আর্থিক সহায়তা এবং মানবিক কাজ এর সন্ধানে পেয়ে যায় রাউজানের স্থায়ী বাসিন্দা “স্মাইল গ্রুপের” সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক খবরের ডাকঘর কে বলেন এমন প্রতিনিধি দেশের প্রত্যেকটা আনাচে-কানাচে যদি থাকে দেশে ক্রমান্বয়ে উন্নতশীল দেশে পরিণত হবে।
সম্পাদক ও প্রকাশক : সামিউল্লাহ সামি। নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
প্রধান কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬। বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : আরএকে টাওয়ার (৯ম তলা), প্লট নং ১/এ, নিশাত নগর, তুরাগ, উত্তরা, ঢাকা-১২৩০।
📲 মোবাইল : ০১৭১৩৯২৬২৭৭,০১৭১০১৪২০১৭।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর 🗞
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর. কম ©২০১৮ -২০২১||
Leave a Reply