নিজস্ব প্রতিবেদক : নদীমাতৃক বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উন্নয়নশীল দেশ। যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য ২০০৭ সালে পদ্মা সেতু নির্মাণের জন্য ১০০০০ হাজার ১৬১ কোটি টাকার একটি প্রকল্প পাস হয়। পরবর্তীতে পদ্মা সেতু প্রকল্পে রেল যোগাযোগ সংযোগ করা হয়। সময়ের সাথে সাথে মোট ব্যয় বৃদ্ধি পেয়েছে।
ভোলা লিখিত সে পদ্মা সেতুর নির্মাণ কাজ 2019 সালের মধ্যে শেষ হবার কথা ছিল। তবে নদীশাসন সম্পন্ন হতে আরো কিছু দেরি হতে পারে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সচিবের ঘোষণা মতে, 2018 সালের মার্চ মাস পর্যন্ত পদ্মা সেতুতে ৫৩ শতাংশ কাজ শেষ হয়েছে।
পদ্মা সেতু নির্মাণ হলে দেশের দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ টি জেলা জনগণের ভাগ্য বদলাবে। সাথে সুলভ মূল্যে রাজধানীর ঢাকার প্রায় পৌনে দুই কোটি মানুষের খাদ্যদ্রব্যের যোগানদার সম্ভব হবে। পদ্মা সেতুতে রেল সংযোগ হবে তা যোগাযোগ ব্যবস্থাকে আরো গতিশীল এবং সহজতর করবে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল কৃষি ক্ষেত্রে বেশি উন্নত। যশোরের ফুল, বরিশালে প্রচুর ধান, ফরিদপুরের পাট পরিবহনে সময় এবং ব্যয় উভয়ই কমে হবে।পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হলে বাংলাদেশের শিল্পী বেশিরভাগ কাঁচামাল আসবে দক্ষিনে এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় থেকে। ফলে ঢাকা এবং চট্টগ্রামের শিল্প কারখানাগুলোর কাঁচামাল সংকটে ভুগবে না।
দেশের শিল্প প্রতিষ্ঠান উত্তরোত্তর বৃদ্ধি পাবে। বর্তমান সরকারের ভিশন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত হবে। নির্মাণ কাজ সমাপ্ত হলে পদ্মাসেতু হবে বাংলাদেশের বৃহত্তম সেতু। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ করা। রে বাংলাদেশে বিশ্বে তার অর্থনৈতিক শক্তি প্রমাণ দিল।এত বড় প্রকল্প-নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা সত্যিই অবিশ্বাস্য। স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন হলে বাংলাদেশের অর্থনীতির চাকা দ্রুত ঘুরবে। নতুন নতুন শিল্প কারখানা গড়ে ওঠার মাধ্যমে দারিদ্র হার হ্রাস পাবে ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে।
বিদেশীরাও বিনিয়োগ বৃদ্ধি করবে। ব্যবসা বাণিজ্য আসবে নতুন গতি। উন্নত হবে দেশ উন্নত হবে ওই এলাকার মানুষের জীবন মান। পুরনো বই বাঙালি কি স্বপ্নের নাম, পদ্মা সেতু যা আমাদের অর্থনীতির চেহারা পাল্টে দেবে।
সম্পাদক ও প্রকাশক : সামিউল্লাহ সামি। নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
প্রধান কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬। বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : আরএকে টাওয়ার (৯ম তলা), প্লট নং ১/এ, নিশাত নগর, তুরাগ, উত্তরা, ঢাকা-১২৩০।
📲 মোবাইল : ০১৭১৩৯২৬২৭৭,০১৭১০১৪২০১৭।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর 🗞
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর. কম ©২০১৮ -২০২১||
Leave a Reply