মোবারক হোসাইন,তাহিরপুর প্রতিনিধি : “শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো “এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার মান প্রসারিত করার লক্ষে,স্বরূপগঞ্জ এলাকায় নিম্ন মাধ্যমিক পর্যায়ে ছাত্র-ছাত্রী ঝরে পড়া বন্ধ করতে, আজ শুক্রবার ১১সেপ্টম্বর স্বরুপগন্জ বাজারে, সরুপগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করার লক্ষে কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
কার্যকরী কমিটির সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি সোহেল রানা,সাধারণ সম্পাদক জিলহজ্ব আহমেদ,সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল কুদ্দুছ রনীসহ ১১ বিশিষ্ট অস্থায়ী কমিটি গঠন করা হয়েছে।এতে উপদেষ্টা কমিটিতে রয়েছে,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃমোস্তফা কামাল,সমাজ সেবক আব্দুল হান্নান,মোঃকলিম উদ্দিন,মোঃহেলিম মিয়া বাংলাদেশ সেনাবাহিনী(অবঃ),পল্লী চিকিৎসক নজরুল ইসলাম,পল্লী চিকিৎসক রবিউল হকসহ আরও অনেক।
বিশ্বম্ভরপুর উপজেলার স্বরূপগঞ্জ,মোকশেদপুর, দক্ষিণ মোকশেদপুর, উত্তর মোকশেদপুর, মাছিমপুর, সোনাতলা, মহেন্দ্রনগর এলাকায় প্রতি বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় ১৫০০-২০০ জন ছাত্র -ছাত্রী পরীক্ষায় সফলতা অর্জন করে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয় মাত্র ১২০-১৫০ জন।ঝরে পড়ে ৫০-৬০ জন। কারণ এলাকা থেকে ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের দূরত্ব প্রায় ৫ কিঃ মিঃ এবং আদর্শ উচ্চ বিদ্যালয় লাউড়েরগড় এর দূরত্ব প্রায় ৪ কিঃ মিঃ। এলাকা থেকে মাধ্যমিক বিদ্যালয়ে যাতায়াতের রাস্তা -ঘাট ভাল না থাকায় শুধু মোটরসাইকেল দ্বারা যাতায়াত করতে হয়। দূরত্ব অনুযায়ী ভাড়া আসা- যাওয়া ব্যয় অনেক। এই এলাকার লোকজন বেশীর ভাগ হতদরিদ্র থাকায় ভাড়া বহন করে ছাত্র- ছাত্রীদের কে পড়াশোনা করানো অসম্ভব। ছেলেদের ক্ষেত্রে বাইসাইকেল চালিয়ে যেতে পারে ঠিকই কিন্তু বিকেলে বাড়ি ফিরে মুমূর্ষু রোগী মতো হয়ে পড়ে। মেয়েদের এ ক্ষেত্রে চিন্তাই করা যায় না। দূরত্ব বেশি হওয়ায় অভিভাবকগণ তাদের ছাত্র -ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিত হয়ে দেখাশোনা করা সম্ভব হয় না।ফলে শিক্ষার মান বৃদ্ধি করা যাচ্ছে না। তাই ঝরে পড়া দিন- দিন বৃদ্ধি পাচ্ছে। ডিজিটাল দেশে, ডিজিটাল যুগে সবাই এগিয়ে যাচ্ছে আমরা যাচ্ছি পিছনে।
এটা দেখার লোক নাই। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে এখানে একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় স্থাপন জরুরী বলে জানান এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক : সামিউল্লাহ সামি। নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
প্রধান কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬। বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : আরএকে টাওয়ার (৯ম তলা), প্লট নং ১/এ, নিশাত নগর, তুরাগ, উত্তরা, ঢাকা-১২৩০। 📲 মোবাইল : ০১৭১৩৯২৬২৭৭, ০১৭১০১০১৬৯৯। বিজ্ঞাপন : ০১৭৭ ৯৭৪৬৬০৭ ☎️ ফোন : +৮৮০৯৬৩৮১৯২৪।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর
about-us contact-us privacy-policy terms-and-conditions
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর. কম ©২০১৮ -২০২১||
Leave a Reply