শিমুল কান্তি পাল, স্টাফ রিপোর্টার:- মৌলভীবাজার জেলার পুলিশ প্রশাসনের আহ্বানে মৃত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজিজুর রহমান চৌধুরী এর দাফন করলো কোভিড-১৯ (সন্দেহভাজন বা নিশ্চিত) রোগে বিনাপারিশ্রমিকে দাফন কাজে নিয়োজিত মৌলভীবাজার জেলার স্বেচ্ছাসেবী সংগঠন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন কমলগঞ্জ উপজেলা টিম।
চলমান করোনায় জীবন উৎসর্গকারী বাংলাদেশ পুলিশের সম্মুখযোদ্ধা অতিরিক্ত পুলিশ সুপার (চুক্তিভিত্তিক) মোঃ আজিজুর রহমান চৌধুরী, বিপিএম। তিনি বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পলিটিক্যাল শাখায় কর্মরত ছিলেন। শনিবার রাত ১১ ঘটিকায় সামাজিক দূরত্ব বজায় রেখে শিংরাউলী ঈদগাহ ময়দানে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
করোনা আক্রান্ত হয়ে তিনি রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায়
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া বারটায় তিনি মৃত্যুবরণ করেন।
মোঃ আজিজুর রহমান চৌধুরী Secret Documents of Intelligence Branch on Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman বইটি তৈরির কাজে যুক্ত ছিলেন।
তিনি ১৯৮২ সালের ১ জানুয়ারি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। স্পেশাল ব্রাঞ্চে যোগদান করেন ২০০২ সালের ২৭ আগস্ট। তিনি ২০১৯ সালের ৩০ এপ্রিল স্বেচ্ছায় চাকরি থেকে অবসর গ্রহণ করেন। সিক্রেট ডকুমেন্ট প্রণয়নের কাজে বিশেষ পারদর্শীতার কারণে সরকার তাকে চুক্তিভিত্তিক নিয়োগ করে।
মৃত মোঃ আজিজুর রহমান চৌধুরী ১৯৫৯ সালের ১ মে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার নন্দ নগর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
মরহুমের মরদেহ বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় বিশেষ এম্বুলেন্স যোগে ঢাকা থেকে কমলগঞ্জ উপজেলার শমশের নগর ইউনিয়নের সবুজবাগ আবাসিক এলাকার বাড়িতে পৌঁছে রাত ১০.৩০ মিনিটে । সেখানে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ,সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান, শমশের নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : সামিউল্লাহ সামি। নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
প্রধান কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬। বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : আরএকে টাওয়ার (৯ম তলা), প্লট নং ১/এ, নিশাত নগর, তুরাগ, উত্তরা, ঢাকা-১২৩০। 📲 মোবাইল : ০১৭১৩৯২৬২৭৭, ০১৭১০১০১৬৯৯। বিজ্ঞাপন : ০১৭৭ ৯৭৪৬৬০৭ ☎️ ফোন : +৮৮০৯৬৩৮১৯২৪।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর
about-us contact-us privacy-policy terms-and-conditions
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর. কম ©২০১৮ -২০২১||
Leave a Reply