মহিউদ্দিন লিটন,রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর ডিগ্রী কলেজে জাল নিবন্ধন সনদ দিয়ে সমাজকল্যান বিষয়ে প্রভাষক হিসাবে বহাল তবিয়তে চাকুরী করে যাচ্ছেন রয়েছেন রাশেদুজ্জামান নামে এক প্রভাষক। সেই সাথে র্দীঘদিন থেকে সরকারি অংশের বেতন-ভাতা লক্ষাধিক টাকা উত্তোলন করছেন।
বেসরকারি শিক্ষক প্রত্যয়ন কর্তৃপক্ষ তার নিবন্ধন সনদ যাচায় করলে সদনটি জাল বলে প্রমানিত হয়েছে। সেই মর্মে বেসরকারি শিক্ষক প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)’র সহকারি পরিচালক তাজুল ইসলাম স্বাক্ষরকৃত একটি চিঠি গত ১৯ ফেব্রুয়ারি রাশেদুজ্জামানের শিক্ষক নিবন্ধন সনদটি জাল বলে উল্লেখ করে একটি চিঠি রাজশাহী জেলা শিক্ষা অফিসার বরাবর প্রেরণ করেন। তার পরেও চাকুরিতে বহাল রয়েছেন সেই প্রভাষক বলে অভিযোগ উঠেছে।
বেসরকারি শিক্ষক প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)’র সহকারি পরিচালক তাজুল ইসলাম স্বাক্ষরকৃত একটি চিঠি গত ১৯ ফেব্রুয়ারি রাশেদুজ্জামানের শিক্ষক নিবন্ধন সনদ যাচায় প্রসঙ্গে সনদটি জাল বলে উল্লেখ করে একটি চিঠি রাজশাহী জেলা শিক্ষা অফিসার বরাবর ইস্যু করা হয়। কিন্তুু এখন পর্যন্ত ওই প্রভাষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানা গেছে। জালিয়াতি করে ভূয়া নিবন্ধন সনদ দিয়ে নিয়োগ প্রাপ্ত প্রভাষক র্দীঘদিন যাবত বেতন-ভাতা উত্তোলন করে আসছে এবং চাকুরিতে বহাল তবিয়তে রয়েছে।
উল্লেখিত, গত ৪ সেপ্টেম্বর রাজশাহীর বেশ কিছু গনমাধ্যমে বাগমারা তাহেরপুর ডিগ্রী কলেজে জাল সনদে ১৩ বছর শিক্ষকতা! শিরো নামে সংবাদ প্রকাশ হয়।
এ বিষয় রাজশাহী আঞ্চলিক জেলা শিক্ষা অফিসের পরিচালক অফিস সূত্রে জানান গেছে, এমন অভিযোগ আগে পাইনি আমরা। এখন পেলাম দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তারা।
সম্পাদক ও প্রকাশক : সামিউল্লাহ সামি। নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
প্রধান কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬। বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : আরএকে টাওয়ার (৯ম তলা), প্লট নং ১/এ, নিশাত নগর, তুরাগ, উত্তরা, ঢাকা-১২৩০। 📲 মোবাইল : ০১৭১৩৯২৬২৭৭, ০১৭১০১০১৬৯৯। বিজ্ঞাপন : ০১৭৭ ৯৭৪৬৬০৭ ☎️ ফোন : +৮৮০৯৬৩৮১৯২৪।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর
about-us contact-us privacy-policy terms-and-conditions
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর. কম ©২০১৮ -২০২১||
Leave a Reply