ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ
আজ শনিবার ১৯ সেপ্টেম্বর সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলার চাঁদপুর গ্রামের ঐতিহ্যবাহী চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি,বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক,বিশিষ্ট ব্যবসায়ী, চাঁদপুর গ্রামের কৃতি সন্তান খালেদ মোশাররফ হোসেন জুয়েল কে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মাচারী, সাবেক বিদ্যালয় কমিটির সদস্য ও এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
অত্র বিদ্যালয়ের স্কাউট সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্কাউট সম্মাননা প্রদান করা হয়।
বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ফুল ছিটিয়ে বরন করার পর, সভাপতি কে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে শিক্ষকদের পক্ষ থেকেও বরণ করে নেওয়া হয়।
শিক্ষকদের পক্ষ থেকে সেনবাগ উপজেলা আওয়ামীলীগ নেতা খন্দকার জহিরুল আলম, সেনবাগ কলেজের সাবেক ভিপি উপজেলা বিএনপি’র নেতা ওমর ফারুক,বিদ্যালয়ের অভিভাবক সদস্য মাষ্টার মোকারম হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী মোবারক হোসেন মামুন সহ উপস্থিত মেহমানদের বরন করে নেওয়া হয়।
বিদ্যালয়ের শিক্ষক, সাবেক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মনিরুল ইসলামের পর নবনির্বাচিত সভাপতি বক্তব্য প্রদান করেন।
সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক কথা বলেন।
বক্তব্যের শেষাংশে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহনের পর প্রাথমিক লক্ষ্য ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
উল্লেখযোগ্যঃ
১. স্কুলের বাউন্ডারি তৈরি করা
২. পুরো বিদ্যালয়কে সিসি ক্যামেরা এর আওতায় আনা
৩. বিদ্যালয় আঙিনায় গাছ লাগিয়ে মনোরম পরিবেশ তৈরি করা
৪. শিক্ষক – ছাত্র ছাত্রীদের সার্বিক বিষয়ে শৃঙ্খলা তৈরি করা
৫. শিক্ষকদের সমন্বয়ে ছাত্রদের জামায়াতের সাথে মসজিদে নামাজ বাধ্যতামুলক করা।
৬. শিক্ষকদের সমন্বয়ে মনিটরিং টিম (শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে)
৭. মনিটরিং এর আলোকে অভিভাবকদের সাথে মিটিং
৮. ছাত্রছাত্রীদের বাধ্যতামুলক আইডি কার্ড এর আওতায় আনা
৯. প্রতি মাসে অন্তত একটা চারিত্রিক ও মানবিক গুণাবলি এর ক্লাস করানো
১০. বিতর্ক প্রতিযোগিতা আয়োজন এবং আলাদা কক্ষ সাজানো
১১. ফিঙ্গার প্রিন্ট এর মাধ্যমে শিক্ষক ও ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে আগমন এবং প্রস্থান।
সম্পাদক ও প্রকাশক : সামিউল্লাহ সামি। নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
প্রধান কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬। বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : আরএকে টাওয়ার (৯ম তলা), প্লট নং ১/এ, নিশাত নগর, তুরাগ, উত্তরা, ঢাকা-১২৩০। 📲 মোবাইল : ০১৭১৩৯২৬২৭৭, ০১৭১০১০১৬৯৯। বিজ্ঞাপন : ০১৭৭ ৯৭৪৬৬০৭ ☎️ ফোন : +৮৮০৯৬৩৮১৯২৪।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর
about-us contact-us privacy-policy terms-and-conditions
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর. কম ©২০১৮ -২০২১||
Leave a Reply