মোরশেদ আলম, ভ্রাম্যমাণ প্রতিনিধি : যশোরের কেশবপুরে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মহিলা ও পুরুষ কাউন্সিলর পদপ্রার্থীদের দিনব্যাপী গণসংযোগ ও মতবিনিময় নিয়েই ব্যস্ততার মধ্যে রাতদিন পার করছেন ৷
কাউন্সিলর পদ প্রার্থীরা সামাজিক যোগাযোগের মাধ্যম ও গাছে গাছে ফেসটুন টাঙ্গিয়ে তাদের প্রার্থীতা জানান দিচ্ছে । কেশবপুর পৌরসভার ৯ টি ওয়ার্ডে মহিলা ও পুরুষ কাউন্সিলর পদে একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। দিনব্যাপী তারা তাদের সমার্থকদের সাথে নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এসব সম্ভাব্য পদপ্রার্থীরা দলীয় মনোনয়ন পাওয়ার জন্য প্রতিদিন তাদের নিজ নিজ ওয়ার্ডে পথসভা, মতবিনিময়, আলোচনা সভা ও গণসংযোগ অব্যাহত রেখেছে।
জানা যায়, পৌরসভার ১,২,ও ৩নং ওয়ার্ডের সম্ভাব্য মহিলা কাউন্সিলর পদপ্রার্থীরা হলেন সাবেক ব্যাংক কর্মকর্তা রাশিদা খাতুন, পৌর মহিলা আওয়ামীলীগের সদস্য খাদিজা খাতুন।৪,৫,ও ৬নং ওয়ার্ডের সম্ভাব্য মহিলা কাউন্সিলর পদপ্রার্থীরা হলেন মুক্তি খাতুন, মমতাজ বেগম।
৭,৮,ও ৯নং ওয়ার্ডের সম্ভাব্য মহিলা কাউন্সিলর পদপ্রার্থীরা হলেন আসমা বেগম, জাহানার পারভীন।
১নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হলেন বর্তমান কাউন্সিলর আতিয়ার রহমান, যুবলীগ নেতা লিটন গাজী। ২নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হলেন পৌর ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম ও শাহিন। ৩নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা হলেন, বর্তমান কাউন্সিলার ও পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন সরদার, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মশিয়ার রহমান , ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা নাছির উদ্দীন সরদার। পৌর ৪নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আফজাল হোসেন বাবু, পৌর ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, আওয়ামীলীগ নেতা সৈয়দ আকমল আলী, ওলিয়ার রহমান উজ্জ্বল, হেলাল উদ্দীন বিশ্বাস। ৫ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হলেন সাংবাদিক শেখ শাহিন। ৭ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হলেন পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার খান, সাংবাদিক মদন সাহা অপু, যুবলীগ নেতা কামাল হোসেন খান,শ্রমিক নেতা শাহিদুজ্জামান শহিদ, খালেদুর রহমান,টিটু ।
৮ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হলেন আওয়ামীলীগ নেতা শেখ আনিলুর ইসলাম। ৯ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক ও বর্তমান কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, ৯ নং ওয়ার্ডের পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক, কেশবপুর উপজেলা ছাত্রলীগ আপেল মাহমুদ। এসব সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতিদিন তাদের গণসংযোগের ছবি প্রচার চালিয়ে যাচ্ছে। এছাড়া প্রার্থীরা গণসংযোগকালে সাধারণ ভোটারদের নিকট দোয়া চাওয়া, মতবিনিময় ও আলোচনা সভা অব্যাহত রেখেছেন ৷
সম্পাদক ও প্রকাশক : সামিউল্লাহ সামি। নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
প্রধান কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬। বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : আরএকে টাওয়ার (৯ম তলা), প্লট নং ১/এ, নিশাত নগর, তুরাগ, উত্তরা, ঢাকা-১২৩০। 📲 মোবাইল : ০১৭১৩৯২৬২৭৭, ০১৭১০১০১৬৯৯। বিজ্ঞাপন : ০১৭৭ ৯৭৪৬৬০৭ ☎️ ফোন : +৮৮০৯৬৩৮১৯২৪।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর
about-us contact-us privacy-policy terms-and-conditions
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর. কম ©২০১৮ -২০২১||
Leave a Reply