লুৎফর রহমান, লালমনিরহাট প্রতিনিধি : সরকারের সমাজসেবা দফতরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উঃ বালাপাড়া এলাকার সেলিম হোসেনের নিকট ৩ লক্ষ ৩০ হাজার টাকা চেয়েছেন। চাকরির লোভে পরে সব কিছু বিক্রি করে সাধু তপনকে ২লক্ষ ৮০ হাজার টাকা দেন সেলিম ।
বাকী ৫০ হাজার টাকা দিবেন বলেও প্রতিশ্রুতি দেন। কিন্তু আস্তে আস্তে তার প্রতারণা ধরা পড়ে যায়। এরপর টাকা ফেরতের জন্য প্রার্থী চাপ দিতে থাকলে টালবাহানা শুরু করে সাধু তপন । চাকরি পাবার আশায় সাধু তপনের হাতে টাকা দিয়ে সেলিম এখন দিশেহারা হয়ে পড়েছেন।
এ ঘটনায় শুক্রবার ২৫ সেপ্টেম্বর রাতে ভুক্তভোগী চাকরি প্রার্থী সেলিম হোসেনের নিকট বাকী ৫০ হাজার টাকার জন্য সেলিমের বাড়ীতে গেলে আটক করেন প্রতারক সাধু তপন চন্দ্র রায় কে।
সাধু তপন চন্দ্র রায় বাংলাদেশ হিন্দু ছাত্র ফোরাম লালমনিরহাট জেলা শাখার সভাপতি এবং উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নওদাবাস এলাকার ভুবেন চন্দ্র রায় এর ছেলে।
এ বিষয়ে চাকরি প্রার্থী সেলিম হোসেন বলেন, সাধু তপনের কথা মতো চাকরির জন্য ২ লাখ ৮০ হাজার টাকা দেই। ওই সাধু টাকা নেওয়ার পূর্বে আমাকে বলেছেন , চাকরি না হলে টাকা ফেরত দেওয়া হবে। এখন শুধু টালবাহানা করে যাচ্ছে।
সবকিছু বিক্রি করার পর নিঃস্ব হয়েছি আমি। তবু চাকরির খবর নেই। অবশেষে শুক্রবার রাতে আবারও টাকার জন্য এলে সাধু তপনকে আটক করি।
ভুক্তভোগী সেলিমের স্ত্রী জানান, আমার স্বামী সেলিমকে সরকারের সমাজসেবা দফতরের অফিস সহকারী পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধু তপন চন্দ্র গত বছরের এপ্রিলে ২লক্ষ ৮০ হাজার টাকা নিয়ে আত্মসাথ করেন। চাকরির খবর কি বললে টালবাহানা করে যাচ্ছেন। এত টাকা কিভাবে দিলেন জানতে চাইলে সেলিমের স্ত্রী কান্নাজড়িত কন্ঠে এ প্রতিনিধিকে বলেন বাস্তভিটা ও থাকার ঘরসহ বিক্রি করে তাকে টাকা দেয়া হয়েছে। আমি এই ভন্ড সাধুর বিচার চাই।
এ বিষয় স্থানীয়রা জানান,এ ভাবে এই প্রতারক মানুষের টাকা ও মন্দিরের কথা বলে টাকা আত্মসাথ করেন। আবার শোনা যাচ্ছে পূজা উদযাপন কমিটির নির্বাচন করবে বলে প্রচার প্রচারনা করছেন। এধরনের মানুষকে নিয়ে কখনো কোন সংগঠন চলতে পারে না। এলাকাবাসী এই প্রতারকের শাস্তির দাবী করেন।
এ ঘটনায় সাধু তপনকে উদ্ধার করতে তার বাবা মা ছুটে এসেছিলেন বলে জানা যায়। পরে সালিশের মাধ্যেমে তাকে তার বাবা মায়ের হাতে দেয়া হয়।
এ বিষয়ে চন্দ্রপুর ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল বারেক সাধু তপন চন্দ্র কে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি সমাধানের লক্ষে আমরা সেলিমের বাড়ীতে সালিশে বসেছিলাম সেখানে সাধু তপন ২ লক্ষ ৮০ হাজার টাকা চাকরির কথা বলে টাকক নেয়ার বিষয়টি স্বীকার করেন এবং টাকাটা ফেরত দেয়ার কথা বলে সময় নিয়ে সালিশে তিন শত টাকার স্টাম্পে একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করে চলে যান।
এ বিষয় সাবেক ছাত্রলীগের সভাপতি আবু সাঈদ বলেন, ৩০ সেপ্টেম্বর ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং ২৬ অক্টোবর অবশিষ্ট ১লক্ষ ৩০ হাজার টাকা দেয়ার কথা বলে স্টাম্পে লিখিত অঙ্গীকারনামায় সাক্ষর করেছেন সাধু তপন চন্দ্র ও তার বাবা, মা এবং তার ব্যবহারিত একটি মোটরসাইকেল ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য দ্বীনবন্ধু রায়ের নিকট জমা রয়েছে। টাকা পরিষোধ করে সেটি নিয়ে যাবে।
সম্পাদক ও প্রকাশক : সামিউল্লাহ সামি। নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
প্রধান কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬। বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : আরএকে টাওয়ার (৯ম তলা), প্লট নং ১/এ, নিশাত নগর, তুরাগ, উত্তরা, ঢাকা-১২৩০। 📲 মোবাইল : ০১৭১৩৯২৬২৭৭, ০১৭১০১০১৬৯৯। বিজ্ঞাপন : ০১৭৭ ৯৭৪৬৬০৭ ☎️ ফোন : +৮৮০৯৬৩৮১৯২৪।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর
about-us contact-us privacy-policy terms-and-conditions
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর. কম ©২০১৮ -২০২১||
Leave a Reply