তজুমদ্দিন প্রতিনিধি : ভোলা তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ইয়াছিনগঞ্জ হাটবাজারে বেহাল দশা বিরাজ করছে। দীর্ঘদিন সংস্কার ও উন্নয়নমূলক কাজ না হওয়ায় এ উপজেলার ইয়াছিনগঞ্জ হাটবাজারে এ অবস্থা বিরাজ করছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। এসব হাটবাজারে এসে ক্রেতা-বিক্রেতাদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।এই হাটবাজার থেকে প্রতিবছর লক্ষ লক্ষ টাকার রাজস্ব আয় হলেও এগুলোর উন্নয়ন হয়নি বলেও অভিযোগ রয়েছে।
ইয়াছিনগঞ্জ হাটবাজারে ড্রেনেজ ব্যবস্থা নাজুক। সামান্য বৃষ্টি হলেই বাজারের মধ্যে হাটু পানি জমে থাকে। পানি-কাদার মধ্য দিয়েই ক্রেতা-বিক্রেতাদের চলাচল করতে হয়। এ বাজারের পথগুলোও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
উপজেলার বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র ইয়াছিনগঞ্জ হাটবাজারে থেকে বিপুল পরিমাণ রাজস্ব আয় হলেও ক্রেতা-বিক্রেতাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নেই। বাজারের ড্রেনেজ ব্যবস্থা নেই। দীর্ঘ দিন বাজারের ড্রেন পরিষ্কার না করায় বর্জ্য জমে সামান্য একটু বৃষ্টি হলে ড্রেনের পচা পানি উপচে দুর্গন্ধ ছড়ায়। এমনকি দোকানের ভেতর ঢোকে নর্দমার পানি। বর্ষা মওসুমে ক্রেতা-বিক্রেতা ও অন্য ব্যবসায়ীদের ভোগান্তি চরমে পৌঁছায়। এ ছাড়া বাজারের গলিপথগুলো সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টির সময় হাটে আগতদের দাঁড়ানোর কোনো ছাউনি নেই। প্রতি শনি, সোম ও বৃহস্পতিবার বাজারের মধ্যগলিতে হাট বসায় যানবাহন চলাচল বিঘ্ন ঘটছে। বাজারের সড়কজুড়ে ব্যবসায়ীরা শাকসবজি, তরকারি, মাছ, ফল, পোশাকসহ বিভিন্ন পণ্যের পসরা বিক্রির জন্য সাজিয়ে বসে। আবার অনেকে নিজেদের পছন্দের জায়গায় ঝুপড়ি টাঙিয়ে স্থায়ীভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে। ঐতিহ্যবাহী এ বাজারটি অন্তহীন সমস্যায় জর্জরিত হলেও সমাধানের কোনো উদ্যোগ নেই।
ইয়াছিনগঞ্জ হাটবাজারে ব্যবসায়ী বৃন্দ জানান, ‘দীর্ঘ দিন এ বাজার উন্নয়নবঞ্চিত। এ ছাড়া ড্রেনেজ ব্যাবস্থা নেই। এ কারণে বাজারে বেহালদশা বিরাজ করছে। ড্রেনেজ ব্যাবস্থা না করায় ময়লাযুক্ত পানি জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে তাদের ব্যবসা করতে কষ্ট হচ্ছে। এ বাজার থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় করে। অথচ এর কোনো উন্নয়ন নেই।’ এলাকাবাসি বলেন, হাট-বাজার উন্নয়নে যথাযথ ব্যাবস্থা নেওয়ার কর্তৃপক্ষ এ দিকে দৃষ্টি দেবেন।
সম্পাদক ও প্রকাশক : সামিউল্লাহ সামি। নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
প্রধান কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬। বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : আরএকে টাওয়ার (৯ম তলা), প্লট নং ১/এ, নিশাত নগর, তুরাগ, উত্তরা, ঢাকা-১২৩০। 📲 মোবাইল : ০১৭১৩৯২৬২৭৭, ০১৭১০১০১৬৯৯। বিজ্ঞাপন : ০১৭৭ ৯৭৪৬৬০৭ ☎️ ফোন : +৮৮০৯৬৩৮১৯২৪।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর
about-us contact-us privacy-policy terms-and-conditions
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর. কম ©২০১৮ -২০২১||
Leave a Reply