শিমুল কান্তি পাল, স্টাফ রিপোর্টার ::- সমাজ হবে সব বয়সী সকলের’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শ্রীমঙ্গলে বিশ্ব প্রবীন দিবস পালিত হয়েছে। ১ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রবীণ হিতৈষী ক্লাব শ্রীমঙ্গলের আয়োজনে আলোচন সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ কাওছার ইকবালের সঞ্চালনায় প্রবীণ হিতৈষী ক্লাবের সভাপতি অধ্যাপক লোকেশ দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ হরিপদ রায়, দুপ্রক শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক আব্দুর রউফ তালুকদার ও বিশিষ্ট সমাজ সেবক আবু সিদ্দিক মোঃ মুসা, সাংস্কৃতিক সংগঠক বুলবুল আনাম।
বক্তারা বলেন, শহর এবং শহরতলীতে প্রবীণদের সম্মান জানানিয়ে বিলবোর্ড স্থাপন করা যেতে পারে। এতে করে প্রবীণ নাগরিকরা সম্মানিত বোধ করবেন, আনন্দিত হবেন এবং পাশাপাশি নবীনদের মাঝেও সচেতনতা বৃদ্ধি পাবে। শহরে গুরুত্বপূর্ণ স্থানে জেব্রা ক্রসিং চিহ্নিত করে প্রবীণদের রাস্তা পারাপারে সুযোগ করে দিতে হবে, এছাড়াও হাসপাতালে প্রবীণদের চিকিৎসা সেবায় অগ্রাধিকার দিয়ে বিশেষ ব্যবস্থা করা যেতে পারে।
প্রবীণদের বিনোদন ও একাকিত্ব কাটানোর জন্য বিশেষ কোনো স্থানে আড্ডা দেয়ার ব্যবস্থা করতে হবে। পাঠাগারের ব্যবস্থা করা যেতে পারে। এতে করে প্রবীণরা একত্র হয়ে একে অন্যের সাথে সাক্ষাত ও কুশল বিনিময় করতে পারবেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, বর্তমান সমাজে প্রবীণদের সাথে নবীনদের দূরত্ব বৃদ্ধি পেয়েছে। এটি দূর করে প্রবীণদের সাথে সামাজিক সম্পৃক্ততা আরও বৃদ্ধি করা প্রয়োজন। প্রবীণদের কল্যাণে আমাদের কাজ করে যেতে হবে, তাদেরকে মানসিকভাবেও আমাদের সহযোগিতা করা প্রয়োজন। এজন্য চাই সবার সম্মিলিত উদ্যোগ।
এ ব্যাপারে প্রবীণ হিতৈষী ক্লাবের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, অধ্যাপক অবিনাশ আচার্য্য, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক বিকুল চক্রবর্তী, সাংস্কৃতিক কর্মী ও সমাজ সেবক শাহ আলী নাসিম, সাংস্কৃতিক কর্মী হাবিবুর রহমান শহীদ, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী রূপক দত্ত কাওছার আহমেদ রিওন, সুশীল শীলা শুভ্র, সাজু মার্সিয়ান, দিগ্বিজয় রায় আকাশ, সাজন আহমেদ রানা, আজিজুর রহমান নাঈম, মাহাদি হাসানসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
বিগত ২০১৭ ইং সালে শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক অধ্যাপক লোকেশ দেবকে সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক কাওছার ইকবালকে সাধারণ সম্পাদক করে ১১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় গঠন করা হয়। । এছাড়াও আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে প্রবীণ হিতৈষী ক্লাব শ্রীমঙ্গলের আয়োজনে কেক কেটে আনুষ্ঠানিক ভাবে জন্মদিন পালন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : সামিউল্লাহ সামি। নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
প্রধান কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬। বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : আরএকে টাওয়ার (৯ম তলা), প্লট নং ১/এ, নিশাত নগর, তুরাগ, উত্তরা, ঢাকা-১২৩০। 📲 মোবাইল : ০১৭১৩৯২৬২৭৭, ০১৭১০১০১৬৯৯। বিজ্ঞাপন : ০১৭৭ ৯৭৪৬৬০৭ ☎️ ফোন : +৮৮০৯৬৩৮১৯২৪।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর
about-us contact-us privacy-policy terms-and-conditions
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর. কম ©২০১৮ -২০২১||
Leave a Reply